ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

আগামী ২৮ মার্চের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন

প্রকাশিত : ১৯:২৯, ৭ ফেব্রুয়ারি ২০১৬ | আপডেট: ১৯:২৯, ৭ ফেব্রুয়ারি ২০১৬

আগামী ২৮ মার্চের আগেই ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন। এ লক্ষ্যে চলতি সপ্তাহের মধ্যেই ঘোষণা করা হতে পারে তফসিল। এমনটাই আভাস দিয়েছেন নির্বাচন কমিশনার  মোহাম্মদ জাবেদ আলী। দুুপুরে কমিশন সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি আরো বলেন, পৌরসভা নির্বাচনে যে’সব ভুল ত্র“টি হয়েছে তা শুধরে ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তারা। আগামী ২৮ শে মার্চের আগে মেয়াদ শেষ হচ্ছে ৪ হাজার ২শ’ ৮০টি ইউনিয়ন পরিষদের নির্বাচিত প্রতিনিধিদের। আইনী বাধ্যবাধকতায় নির্দিষ্ট সময়েই নির্বাচন করতে প্রস্ততি নিচ্ছে কমিশন। সংবাদিকদের প্রশ্নের জবাবে কমিশনার জানালেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার সময় সীমা বিবেচনায় রেখেই নির্বাচনের তারিখ নির্ধারণ করতে হচ্ছে তাদের। তিনি বলেন, আর পৌরসভা নির্বাচনের অভিজ্ঞতার আলোকে এই নির্বাচন যেন কোনভাবেই প্রশ্নবিদ্ধ না হয় সে বিষয়ে সতর্ক থাকবে কমিশন। কমিশনার আরো জানান, ভোটারদের নিরাপত্তা ও পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োগের বিষয়টি মাথায় রেখে ৬ ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচন করার পরিকল্পনা রয়েছে ইসির। দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে হতে যাওয়া ইউপি নির্বাচন সবার অংশ গ্রহনে উৎসব মুখর করতে সব ধরণের ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এই কমিশনার।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি