ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আগামী ৭২ ঘণ্টায় পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:০৮, ২০ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পাহাড়িদের ওপর হামলার অভিযোগ এনে এর প্রতিবাদে ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা' ব্যানারে রাজধানীর শাহবাগ মোড় আধা ঘণ্টা অবরোধ করা হয়েছে। পরে আগামী তিনদিন পার্বত্য তিন জেলায় অবরোধের ঘোষণা দিয়ে বিক্ষোভকারীরা সরে যান।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে ‘বিক্ষুব্ধ জুম্ম ছাত্র জনতা’ ব্যানারে শতাধিক মানুষ শাহবাগ মোড় অবরোধ করেন। পরে সাড়ে ১২টার দিকে তারা সেখান থেকে সরে যান।

বিক্ষুব্ধ জুম্ম জনতা ও পাহাড়ি ছাত্রপরিষদের শুভাশীষ চাকমা বলেন, হামলার প্রতিবাদে আগামী তিন দিন অর্থাৎ, ৭২ ঘণ্টা পার্বত্য তিন জেলায় অবরোধের ডাক দেওয়া হয়েছে। অন্যান্য কর্মসূচি দেওয়া হলে সেটিও আমরা জানিয়ে দেব বলে জানান তিনি।

এর আগে সকাল সাড়ে ১০টার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে তারা সমাবেশ করেন। এ সময় তারা ‘পাহাড়িদের বাড়ি-ঘর, দোকানপাটে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির’ দাবি জানান।

দুপুর পৌনে ১২টার দিকে তারা বিক্ষোভ করে মিছিল নিয়ে শাহবাগ মোড়ের দিকে যান। প্রায় ২০ মিনিট তারা শাহবাগ মোড় অবরুদ্ধ করে রাখেন। পরে সেখান থেকে কর্মসূচি ঘোষণা করেন।

কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি