ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আগুনে পুড়ল রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩২, ১৪ সেপ্টেম্বর ২০২৩

বঙ্গবাজার ও  নিউমার্কেটের পর এবার আগুনে পুড়ল রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট। আগুনে পুড়ে ছাই বহু দোকান, নিঃস্ব ব্যবসায়ীরা।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ৭টা মিনিট পর্যন্ত আগুন জ্বলতে দেখা যায়। এর আগে বুধবার দিবাগত রাত পৌনে ৪টার দিকে এ আগুন লাগে।

আগুনে বহু দোকানের মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। সব কিছু হারিয়ে নিঃস্ব ব্যবসায়ীরা। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। 

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। সহযোগিতা করছে পুলিশ, র‌্যাব, বিজিবি ও বিমানবাহিনী। 

এর আগে আগুনের সংবাদ পেয়ে মোহাম্মদপুর, হাজারীবাগ, কল্যাণপুর ও হেডঅফিস থেকে ফায়ার সার্ভিসের গাড়ি গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে। একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট। 

দাহ্য পদার্থ থাকায় আগুনের তীব্রতা বাড়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। মার্কেটের টিনশেড অংশের বেশ কিছু জায়গা পুড়ে গেছে।

এদিকে ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পোহাতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের।

মার্টেকটিতে ৫শ’র বেশি দোকান ছিল। এসব দোকানে কাজ করে ২ হাজারের বেশি মানুষ জীবিকা নির্বাহ করতেন।

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি