আগুনে পুড়ে যাওয়া গ্রেনফেল টাওয়ার পরিদর্শন করেছেন রানী এলিজাবেথ
প্রকাশিত : ১৯:১৩, ১৬ জুন ২০১৭ | আপডেট: ১৪:২৩, ১৯ জুন ২০১৭
যুক্তরাজ্যের পশ্চিম লন্ডনের আগুনে পুড়ে যাওয়া গ্রেনফেল টাওয়ার পরিদর্শন করেছেন রানী এলিজাবেথ এবং প্রিন্স উইলিয়ামস
এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সাথে কথা বলেন তিনি। নিহতদের স্বজনদের স্বান্তনা দেন রানি। এছাড়া উদ্ধারকর্মীদের সাহসীকতার প্রশংসা করেন তিনি। এর আগে অগ্নিকান্ডের ঘটনায় পূর্ণ তদন্তের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী থেরেসা মে। এদিকে গ্রেনফেল টাওয়ারে তৃতীয় দিনের মতো তল্লাশী চালাচ্ছে দমকল কর্মীরা। কর্তৃপক্ষ ৩০ জন নিহতের কথা জানালেও এর সংখ্যা একশ’তে পৌঁছুতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। নিহতদের মধ্যে ৬ জনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ।
আরও পড়ুন