বিএনপিকে কাদের
আগুন নিয়ে খেলবেন না
প্রকাশিত : ১৮:১১, ৩১ জানুয়ারি ২০১৮ | আপডেট: ১৯:০৭, ৩১ জানুয়ারি ২০১৮

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায় ঘিরে কোনো সহিংসতা বরদাশত করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারন করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি আগুন নিয়ে না খেলতে দলটির নেতাকর্মীদের সতর্ক করে দিয়েছেন। বলেছেন, যদি আপনারা আগুন নিয়ে খেলেন, তাহলে তার সমুচিত জবাব দেওয়া হবে। বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেওয়া হবে না।
বুধবার দুপুরে ঢাকা মহানগর নাট্যমঞ্চে ‘শ্রমিক-কর্মচারী-পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ’ ও ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার আন্দোলন’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
হাইকোর্টের সামনে প্রিজন ভ্যান থেকে বিএনপিকর্মীকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, গতকাল (মঙ্গলবার) পুলিশের ওপর কে হামলা করেছে? বিএনপি জঙ্গি স্টাইলে সন্ত্রাসীদের দিয়ে পুলিশের ওপর হামলা করেছে। তারা প্রিজন ভ্যান থেকে আসামি ছিনিয়ে নিয়েছে। সেদিন (মঙ্গলবার) পুলিশ ধৈর্যের পরিচয় দিয়েছে। তিনি বলেন, আমাদেরও ধৈর্য ধরতে হবে, মাথা ঠান্ডা রাখতে হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বিএনপির উদ্দেশে বলেন, আগামী ৮ ফেব্রুয়ারি খালেদার রায়কে ঘিরে বিএনপি যদি আগুন নিয়ে খেলে, তাহলে আমরা তার সমুচিত জবাব দেব। এসময় তিনি দলীয় নেতাকর্মীদের মানসিকভাবে প্রস্তুত ও সতর্ক থাকার কথাও বলেন।
নৌমন্ত্রী শাজাহান খানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাধারণ সম্পাদক শিরীন আখতার, অভিনেত্রী রোকেয়া প্রাচী প্রমুখ।
আর / এআর
আরও পড়ুন