ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আগ্নেয়গিরি থেকে ৪ কিমি. দূরে গিয়ে পড়ছে পাথর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৩, ১০ মার্চ ২০১৮ | আপডেট: ২২:৩৫, ১০ মার্চ ২০১৮

দক্ষিণ জাপানের শিনমোয়েদাকে আগ্নেয়গিরি থেকে লাভা উদগীরণ শুরু হয়েছে। আর আগ্নেয়গিরর জ্বালামুখ থেকে পাথর উড়ে গিয়ে চার কিলোমিটার দূরে পড়তে পারে বলে হুশিয়ারি দিয়েছে কর্তৃপক্ষ। তাই সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জানা যায়, শিনমোয়েদাকে আগ্নেয়গিরি থেকে বেশ কিছু দিন ধরেই ছাঁই উড়ে আসছিল। শনিবার ভোর থেকে সেটি আরও বেশি বিস্ফোরন্মুখ হয়ে ওঠে। আশঙ্কা করা হচ্ছে, আগ্নেয়গিরির উদগীরণ আগামী কয়েক মাস ধরে চলতে পারে। এদিকে আগ্নেগিরি থেকে ১৫,০০০ ফুট ওপরে ধোঁয়ার কুণ্ডলী দেখা গেছে।

এদিকে আগ্নেয়গিরি শুরু হওয়ার পর আগ্নেয়গিরির আশেপাশের এলাকায় ভূকম্পন শুরু হয়েছে। আগ্নেয়গিরির একপাশ থেকে গলিত লাভা বেরিয়ে আসতে দেখা গেছে। জানা গেছে, ওই আগ্নেয়গিরিতে ২০১১ সালে অগ্ন্যুৎপাতের ফলে শতাধিক মানুষের মৃত্যু হয়।

সূত্র: বিবিসি বাংলা
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি