ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আঙুলের চোট সারাতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন সাকিব

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৯, ৫ ডিসেম্বর ২০২৩

Ekushey Television Ltd.

বিশ্বকাপের শেষ দিকে পাওয়া সাকিব আল হাসানের আঙুলের চোট বিশ্বকাপ থেকে তাকে ছিটকে দেয়ার পাশাপাশি ছিটকে দিয়েছে ঘরের মাঠে চলতি নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে। একই সঙ্গে সাকিবের থাকা হচ্ছে না কিউইদের মাটিতে আসন্ন ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও।

যেহেতু লম্বা সময়ের জন্য ছিটকে গেছেন সাকিব ক্রিকেট থেকে, সে কারণে বিরতির সময়টাতে আঙুলের উন্নত চিকিৎসা করানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। আর সেই লক্ষ্যে যুক্তরাষ্ট্রে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন দেশের ক্রিকেটের এই পোস্টারবয়।

সোমবার শের-ই-বাংলা জাতোয় ক্রিকেট স্টেডিয়ামে এসেছিলেন সাকিব আঙুলের চোট পরখ করাতে। তখনই বোর্ডের পক্ষ থেকে তাকে উন্নত চিকিতসার জন্য সিঙ্গাপুর, দুবাই, লন্ডন ও যুক্তরাষ্ট্রে যাওয়ার প্রস্তাব দেয়া হয়। শেষ পর্যন্ত বাঁহাতি এই অলরাউন্ডার যুক্তরাষ্ট্রকেই বেছে নেন।

যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে দেখা করার পাশাপাশি সাকিব তার আঙুলের উন্নত চিকিৎসা করাবেন। তবে তিনি কবে যাচ্ছেন তা স্পষ্ট নয়।

এমএম//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি