আজ আবদুস সামাদ আজাদের মৃত্যুবার্ষিকী
প্রকাশিত : ০৮:৩৮, ২৭ এপ্রিল ২০১৯
মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা ও স্বাধীন বাংলাদেশের প্রথম পররাষ্ট্রমন্ত্রী আবদুস সামাদ আজাদের চতুর্দশ মৃত্যুবার্ষিকী আজ। ২০০৫ সালের আজকের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
আবদুস সামাদ আজাদের জন্ম ১৯২২ সালের ১৫ জানুয়ারি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার ভূরাখালী গ্রামে। ১৯৪০ সালে মুসলিম ছাত্র ফেডারেশনের আঞ্চলিক শাখার সভাপতি হিসেবে সক্রিয় রাজনীতিতে জড়িয়ে পড়েন তিনি। ১৯৫৪ সালে আওয়ামী লীগে শ্রম সম্পাদক হিসেবে যোগ দেন। ব্রিটিশবিরোধী আন্দোলন, বায়ান্নর ভাষা আন্দোলন, আইয়ুব খানবিরোধী আন্দোলন, ছেষট্টির ছয় দফা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলন ও ছিয়ানব্বইয়ের বিএনপি সরকারবিরোধী আন্দোলনেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তিনি বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্র ও কৃষিমন্ত্রী ছাড়াও ১৯৯৬ সালে গঠিত আওয়ামী লীগ সরকারের পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৫৪ সালে প্রাদেশিক পরিষদ সদস্য, ১৯৭০ সালে জাতীয় পরিষদ সদস্য এবং ১৯৭৩, ১৯৯১, ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ছিলেন।
দিবসটি উপলক্ষে পরিবার, আওয়ামী লীগ ও আবদুস সামাদ আজাদ ফাউন্ডেশনসহ বিভিন্ন সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে। আওয়ামী লীগ সকাল সাড়ে ৮টায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত করবে। পরিবারের পক্ষ থেকে বনানী কবরস্থানে তার কবরে শ্রদ্ধা নিবেদন, কবর জিয়ারত ও ফাতেহা পাঠ ছাড়াও কোরআনখানি এবং দোয়া মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হবে।
এসএ/