ঢাকা, শুক্রবার   ০১ নভেম্বর ২০২৪

আজও অচল খুলনার স্বাস্থ্যসেবা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ৪ মার্চ ২০২৩

হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের ভীড়

হাসপাতালে চিকিৎসা সেবা নিতে আসা রোগীদের ভীড়

খুলনায় চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার না করায় আজও অচল জেলার স্বাস্থ্যসেবা।

কর্মবিরতি প্রত্যাহারের বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক পর অতিরিক্ত বিভাগীয় কমিশনার শহীদুল ইসলাম রাতে জানিয়েছিলেন, বিএমএ নেতাদের সঙ্গে মোবাইল ফোনে কথা হয়েছে। আজ পরিস্থিতি স্বাভাবিক হওয়ার আশাবাদও জানান তিনি। 

তবে বিএমএ এখন পর্যন্ত এ বিষয়ে কোন ঘোষণা দেয়নি। চিকিৎসকরাও কাজে যোগ দেননি। 

তারা জানিয়েছেন, অভিযুক্ত এএসআই নাঈমকে গ্রেফতার না করা পর্যন্ত কর্মসূচি চলবে।

টানা ধর্মঘটে অবর্ণনীয় দুর্ভোগে পোহাচ্ছেন রোগী ও তাদের স্বজনরা। চিকিৎসা না পেয়ে হাসপাতাল থেকে ফিরে যাচ্ছেন অনেকে। 

প্রসঙ্গত, শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালের সহকারী অধ্যাপক ডাক্তার শেখ নিশাত আব্দুল্লাহর উপর হামলাকারী পুলিশের এসআই নাঈমুজ্জামানকে গ্রেফতার ও তার স্ত্রী নুসরাত জাহানের দায়ের করা কাউন্টার মামলা প্রত্যাহারের দাবিতে এ কর্মসূচি পালন করছেন চিকিৎসকরা।

কর্মবিরতির কারণে চরম সংকটে পড়েছে খুলনার চিকিৎসা ব্যবস্থা। 

এএইচ


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি