ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আজও টস জিতে বোলিং নিলো অস্ট্রেলিয়া

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৩, ২৫ অক্টোবর ২০২২ | আপডেট: ১৬:৫৭, ২৫ অক্টোবর ২০২২

নিজ দেশে অনুষ্ঠিত চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ এশিয়ান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কার মুখোমুখি বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নিউজিল্যান্ডের কাছে বড় ব্যবধানে হেরে অনেকটা বাঁচা-মরার ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষেও টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক অ্যারন ফিঞ্চ।

এদিকে, ইনজুরি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আগে ব্যাটিং পাওয়া শ্রীলঙ্কা শিবিরে। চোট পেয়ে ইতিমধ্যে ছিটকে গেছেন লঙ্কান পেসার দুশমস্থা চামিরা ও ব্যাটার দানুশকা গুণাথিলাকা। তবে অজিদের বিপক্ষে নামার আগে লঙ্কান শিবিরে স্বস্তির খবর হচ্ছে- ফিট হয়েছেন ওপেনার পাথুম নিসাঙ্কা।

অন্যদিকে শ্রীলঙ্কার বিপক্ষে নামার আগে কোভিড পজিটিভ হয়েছেন অ্যাডাম জাম্পা। যদিও আইসিসি-র নিয়মে তার ম্যাচ খেলতে বাধা না থাকলেও, তাকে বসিয়ে বাঁহাতি স্পিনার আস্টন আগারকেই দলে নিয়েছে অস্ট্রেলিয়া। এছাড়া প্রথম ম্যাচে না খেলা অলরাউন্ডার মিচেল মার্শকে ফিরিয়েছে এই ম্যাচে। 

শ্রীলঙ্কার ব্যাটিং লাইন আপ নিউজিল্যান্ডের মতো ততটা শক্তিশালী নয়। তবুও গত ম্যাচে হারের ধাক্কা সামলে ওঠার পরীক্ষা অজি পেসারদের সামনে।

শ্রীলঙ্কা একাদশ: 
পাথুম নিসাঙ্কা, কুশল মেন্ডিস (উইকেটকিপার), ধনাঞ্জয়া ডি সিলভা, চারিথ আসালাঙ্কা, ভানুকা রাজাপাকশে, দাসুন শানাকা (অধিনায়ক), ওয়ানিন্দু হাসারাঙ্গা, চামিকা করুনারত্নে, মাহিশ থিকশানা, বিনুরা ফার্নান্দো ও লাহিরু কুমারা।

অস্ট্রেলিয়া একাদশ: 
ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), মিচেল মার্শ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিশ, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটকিপার), প্যাট কামিন্স, অ্যাস্টন আগার, মিচেল স্টার্ক ও জস হ্যাজলউড।

এনএস//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি