ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজও দিল্লির একাদশে মুস্তাফিজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৭, ১৫ এপ্রিল ২০২৩

Ekushey Television Ltd.

আইপিএলে শনিবার (১৫ এপ্রিল) রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। যেখানে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড ওয়ার্নার। আজকের এই ম্যাচেও একাদশে রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। 

দিল্লি ক্যাপিটালস: পৃথ্বীশ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মানীশ পান্ডে, ইয়াশ ধুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, এনরিখ নরকিয়ে, মুস্তাফিজুর রহমান।

এর আগে গত মঙ্গলবার আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে রাইলি রুশোর জায়গায় একাদশে জায়গা পান মুস্তাফিজ।
 
এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য বিমান ভাড়া করে মুস্তাফিজকে উড়িয়ে নিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। তড়িঘড়ি করে দলের সঙ্গে যোগ দিলেও সেরা একাদশে জায়গা হয়নি বাংলাদেশি এই পেসারের। অবশেষে গত মঙ্গলবার একাদশে জায়গা পান মুস্তাফিজ, আজও পেলেন জায়গা।

দিল্লি ক্যাপিটালস একাদশ

পৃথ্বীশ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মানীশ পান্ডে, ইয়াশ ধুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, এনরিখ নরকিয়ে, মুস্তাফিজুর রহমান।

এমএম/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি