ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

প্লেয়ার্স প্রোফাইল

আজকের তারকা মেসি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৫৭, ১৩ জুন ২০১৮ | আপডেট: ১২:১৬, ১৩ জুন ২০১৮

লিওনেল মেসি (আর্জেন্তিনা, স্ট্রাইকার)
জন্ম-২৪ জুন, ১৯৮৭, চলতি মাসেই ৩১ শে পা দেবেন লিও৷
উচ্চতা- ৫ফুট ৭ ইঞ্চি৷
জার্সি নম্বর- ১০
ক্লাব- বার্সেলোনা
ফুটবল দুনিয়ায় পরিচিতি- এল এম টেন নামে৷
আর্ন্তজাতিক কেরিয়ার– বর্তমান আর্জেন্তাইন অধিনায়কের দেশের জার্সিতে পথ চলা শুরু হয়েছিল ২০০৫ সালে৷ হাঙ্গেরির বিরুদ্ধে প্রীতি ম্যাচে সিনিয়র দলে সুযোগ পান মেসি(১৭অগস্ট)৷ পরিবর্ত ফুটবলার হিসেবে মাঠে নেমে এক মিনিটের মধ্যেই লাল-কার্ড দেখে মাঠ ছাড়েন লিও৷
এর আগে ২০০৫ ওয়ার্ল্ড ইউথ চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাইজেরিয়ার বিরুদ্ধে জোড়া গোল করে ট্রফি জিতিয়েছেন খুদে মেসি৷
মেসির বিশ্বকাপ ডেবিউ– পরের বছরেরই বিশ্বকাপ ডেবিউ(২০০৬)৷১৮ বছর বয়সে বিশ্বকাপে অভিষেক হয়েছিল মেসির৷ গ্রুপ ম্যাচে সার্বিয়া ও মন্টেনেগ্রোর বিরুদ্ধে গোল করেন মেসি৷
সেবার অবশ্য কোয়ার্টার ফাইনাল পর্বের ছিটকে গিয়েছিল আর্জেন্তিনা৷ আয়োজক জার্মানির কাছে পেনাল্টিতে হার মেসিদের৷ এরপর ২০০৮এর বেজিং অলিম্পিকে মেসির নেতৃত্বে সোনা জেতে আর্জেন্তিনা৷
২০১০ বিশ্বকাপ- নতুন সমীকরণ দেখল ফুটবলবিশ্ব৷ কোচের হটসিটে দিয়েগো মারাদোনা৷ আর কাপ্তানের ভূমিকায় লিওলেন মেসি৷ সেই রসায়ন অবশ্য ক্লিক করেনি৷ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ৪-০ গোলে হেরে বসে আর্জেন্তিনা৷
২০১৪ বিশ্বকাপ– এবারও শিকে ছিড়ল না আর্জেন্তিনার৷ ফাইানলে পৌঁছে জার্মানির কাছে হার মেসিদের৷ গোল্ডেন বল জিতলেন লিও, বিশ্বকাপ জেতা হল না৷
২০১৮ বিশ্বকাপ- রাশিয়া বিশ্বকাপের মাঝে ২৪ জুন ৩১ শে পা দেবেন মেসি৷ এটাই তাই মেসির সম্ভাব্য শেষ বিশ্বকাপ৷ শেষ বিশ্বকাপে দলের থেকে সেরাটা নিঙড়ে নিয়ে ট্রফি ছুঁয়ে দেখতে চাইবেন এলএম৷ বিশ্বকাপ প্রস্তুতিতে হাইতির বিরুদ্ধে হ্যাটট্রিক করেছেন মেসি৷
দেশের জার্সিতে পরিসংখ্যানে মেসি-
দেশের জার্সিতে মোট ১২৪ ম্যাচে ৬৪টি গোল রয়েছে মেসির৷ এই ১২৪ ম্যাচের ৭৬টিতে জিতেছে আর্জেন্তিনা৷ ২৭টি ড্র ও ২১ টিতে হেরেছে মেসির দেশ৷
গোল করিয়েছেন ৩৮টি৷ এই ৩৮টি গোল মেসি করিয়েছেন ১৬ জন সতীর্থদের দিয়ে৷ সর্বাধিক ৯টি গোল করিয়েছেন হিগুয়েনকে দিয়ে৷
দেশের জার্সিতে ৬ টি হ্যাটট্রিক রয়েছে মেসির৷
২০১৪ বিশ্বকাপের ফাইনালে ২৯বার শট নিয়েও গোলের দরজা খুলতে পারেননি মেসি৷
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি