ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

আজারবাইনের বাকুতে অগ্নিকাণ্ডে নিহত ২৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪১, ২ মার্চ ২০১৮ | আপডেট: ১৭:৫২, ২ মার্চ ২০১৮

আজারবাইজানের রাজধানীর বাকুতে একটি মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এতে আগুনে দগ্ধ হয়েছেন আরও অন্তত ৩৪ জন।

এপি জানিয়েছে, শুক্রবার ভোরের দিকে বাকুর রিপাবলিকান ড্রাগ অ্যাবিউজ ট্রিটমেন্ট সেন্টারে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে স্থানীয় বার্তা সংস্থা এপিএ জানিয়েছে, ঘটনাস্থল থেকে ২৪ জনের লাশ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা।

জানা যায়, ওই পুনর্বাসন কেন্দ্রে থাকা ৬৫ জন লোক ছিলেন। এদেশ মধ্যে ৩৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছিল।

অগ্নিকাণ্ডের খবরে দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ, জরুরি সহায়তা বিভাগের মন্ত্রী কামালাদ্দিন হাইদারভ ও স্বরাষ্ট্রমন্ত্রী রামিল উসুবভ সকালেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সূত্র: এপি
এমজে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি