ঢাকা, বুধবার   ২৭ নভেম্বর ২০২৪

আজ ‘অলাতচক্রে’র প্রিমিয়ার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০১, ১৮ মার্চ ২০২১

স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে শুক্রবার মুক্তি পাচ্ছে দেশের প্রথম থ্রিডি চলচ্চিত্র ‘অলাতচক্র’। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেল ৪টায় বসুন্ধরা সিটির স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির প্রিমিয়ারের আয়োজন করা হয়েছে। 

এতে সিনেমার নির্মাতা, শিল্পী, কলকুশলী, গণমাধ্যম কর্মীসহ সংস্কৃতি অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকবেন বলে আয়োজকরা জানান। 

একাত্তরে কলকাতায় শরণার্থী হিসেবে আশ্রিত দানিয়েল নামের এক বাংলাদেশি লেখকের সঙ্গে ক্যান্সার আক্রান্ত প্রগতিশীল নারী তায়েবাকে কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমার কাহিনি। 

আহমদ ছফার উপন্যাস অবলম্বনের সিনেমাটি পরিচালনা করেছেন হাবিবুর রহমান। এতে দানিয়েল চরিত্রে আহমেদ রুবেল ও তায়েবার ভূমিকায় অভিনয় করেছেন জয়া আহসান। তাদের পাশাপাশি বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম, শিল্পী সরকার অপু, শফিউল আলম বাবু, নুসরাত জাহান জেরী প্রমুখ।
এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি