ঢাকা, রবিবার   ২৪ নভেম্বর ২০২৪

আজ আখাউড়া মুক্তদিবস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১১:০১, ৬ ডিসেম্বর ২০১৯ | আপডেট: ১১:২৪, ৭ ডিসেম্বর ২০১৯

৬ ডিসেম্বর, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া মুক্তদিবস। ১৯৭১ সালের এইদিনে শত্রুমুক্ত হওয়ার পর আখাউড়া ডাকঘরের সামনে স্বাধীন বাংলাদেশের লাল-সবুজ পতাকা উত্তোলন করেন মুক্তিযুদ্ধের পূর্বাঞ্চলীয় জোনের প্রধান জহুর আহাম্মদ চৌধুরী।

১৯৭১ সালের ৩০ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত আখাউড়ার আজমপুর ও রাজাপুর এলাকায় পাকহানাদার বাহিনীর সঙ্গে মুক্তিবাহিনীর যুদ্ধ হয়। ৩ ডিসেম্বর রাতে মুক্তিবাহিনী আজমপুরে শক্ত অবস্থান নিলে সেখানেও তুমুল যুদ্ধ হয়।

ওই যুদ্ধে পাকহানাদার বাহিনীর ১১ সৈন্য নিহত ও মুক্তিবাহিনীর দুইজন সিপাহী এবং একজন নায়েক সুবেদার শহীদ হন। ৪ ডিসেম্বর সন্ধ্যায় মুক্তিবাহিনী ও মিত্রবাহিনী সম্মিলিতভাবে আখাউড়ায় আক্রমণ করে। ৫ ডিসেম্বর তুমুল যুদ্ধের পর ৬ ডিসেম্বর সম্পূর্ণভাবে শত্রুমুক্ত হয় আখাউড়া।

মুক্তদিবস উদযাপনে প্রতিবারের ন্যায় এবারও নানা কর্মসূচির আয়োজন করেছে আখাউড়া উপজেলা প্রশাসন ও বিভিন্ন সংগঠন। এর মধ্যে রয়েছে প্রদীপ প্রজ্বলন, স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ, আনন্দ শোভাযাত্রা ও পতাকা উত্তোলন।

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি