আজ আন্তর্জাতিক গণিত দিবস
প্রকাশিত : ১০:১৬, ১৪ মার্চ ২০২০
আজ আন্তর্জাতিক গণিত দিবস। গতবছর ২৬ নভেম্বর ইউনেস্কোর ৪০তম বার্ষিক সাধারণ সভায় ১৪ মার্চকে আন্তর্জাতিক গণিত দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। ১৯৮৮ সাল থেকে এই দিনে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে পাই (শ্চ) দিবস উদযাপিত হয়ে আসছে। তবে এ বছর থেকে এই দিনে বিশ্বব্যাপী আন্তর্জাতিক গণিত দিবস পালন করা হবে।
এদিকে শুক্রবার ইউনেস্কোর প্রধান কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে প্রথম আন্তর্জাতিক গণিত দিবস পালন করা হয়। তবে আজ শনিবার বাংলাদেশসহ সারাবিশ্বে এ দিবসটি পালন করা হবে। এ দিবসের এবারের প্রতিপাদ্য- গণিত সর্বত্র।
বাংলাদেশ গণিত সমিতি দিবসটি পালনের বিস্তারিত কর্মসূচি নিয়েছে। সমিতির তত্ত্বাবধানে আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে দিবসটি উদযাপন করা হবে।
দিবসটির প্রধান লক্ষ্য গণিতের গুরুত্ব সম্পর্কে সর্বস্তরের জনসাধারণকে সচেতন করে তোলা। এ জন্য ‘গণিত সর্বত্রই বিদ্যমান’ শীর্ষক দিনব্যাপী সেমিনারের আয়োজন করেছে সংগঠনটি।
এসএ/