আজ আমার বাবার ২৩তম মৃত্যু বার্ষিকী
প্রকাশিত : ১৭:৫৩, ২৪ জুলাই ২০১৮
পল্লী চট্টলার প্রাচীনতম ও ঐতিহ্যবাহী পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক, শিক্ষাবিদ ও প্রথিত যশা ব্যক্তিত্ব মরহুম মোহাম্মদ আবুল কাশেম আমার পরম শ্রদ্ধেয় বাবা।
১৯৩০সালের ১ জানুয়ারি বোয়ালখালী উপজেলার আহলা- সাধার পাড়া গ্রামে তিনি জন্মগ্রহণ করেন।
১৯৪৫ সালে পি সি সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন,
১৯৪৭ সালে কানুনগোপাড়া স্যার আশুতোষ কলেজ থেকে আই এ,
১৯৫২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বি,এ
এবং ১৯৫৫ সালে বি টি পাশ করেন।
১৯৬৮ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হতে ১ম ব্যাচের ছাত্র হিসেবে ইংরেজি শাস্ত্রে এম এ পাশ করেন।
১৯৪৭ সালে পি সি সেন সারোয়াতলী উচ্চ বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করে পরবর্তীতে সহকারী প্রধান শিক্ষক ও প্রধান শিক্ষক হিসেবে ২৬ বছর শিক্ষকতা করে ১৯৭৩ সালে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে নোয়াপাড়া কলেজে যোগদান করেন।
১৯৭৬ সালে পুনরায় পটিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক হিসেবে যোগদান করে ১৯৯১ সালে অবসর গ্রহণ করার পর ১৯৯২ সাল হতে ১৯৯৪ সালের ডিসেম্বর পর্যন্ত রেক্টর হিসেবে দায়িত্ব পালন করেন।
অবশেষে ১৯৯৫ সালের ২৪ জুলাই দিবাগত রাতে চট্টগ্রামের মেডিকেল সেন্টার হাসপাতালে মৃ্ত্যুবরণ করেন।
তিনি বোয়ালখালী উপজেলা শিক্ষক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন।
ব্যক্তিগত জীবনে তিনি একজন আদর্শ স্কাউট ছিলেন এবং আমৃত্যু স্কাউটিং এর সঙ্গে সম্পৃক্ত ছিলেন।
তিনি পটিয়া থানার স্কাউটস্ এর প্রতিষ্ঠাতা কমিশনার ছিলেন এবং মৃত্যু পর্যন্ত এ পদে অধিষ্ঠিত ছিলেন।
তিনি একজন ভালো আবৃত্তিকার ও নাট্যকর্মী ছিলেন।
সিরাজদ্দৌলা নাটকে `জগতশেঠ`,পলাশীর পরে নাটকে `মীরজাফর` এবং বঙ্গে বর্গী নাটকে `ভাস্কর পন্ডিত` এর অভিনয় তার অপূর্ব নাট্যশেলীর বহিঃপ্রকাশ।
তিনি ছিলেন বহু পাঠ্য পুস্তক প্রনেতা ও সংকলক।
তিনি ছিলেন আত্ম প্রচারে বিমুক। সেটাই তার মহিমা।
তিনি পটিয়া উপজেলার সূচক্রদন্ডী গ্রাম নিবাসী মরহুম আহমদ কবির মোক্তার(এডভোকেট) এর জ্যেষ্ট জামাতা।"
পরম করুনাময় বিশ্ববিধাতা তাকে চিরশান্তি দান করুক এবং বেহেস্ত নসীব করুক।
লেখক: ইউএনবির বিশেষ প্রতিনিধি।
এসএইচ/
** লেখার মতামত লেখকের। একুশে টেলিভিশনের সম্পাদকীয় নীতিমালার সঙ্গে লেখকের মতামতের মিল নাও থাকতে পারে।