আজ আর্ন্তজাতিক আদিবাসী দিবস
প্রকাশিত : ১৩:২৮, ৯ আগস্ট ২০১৬ | আপডেট: ১৩:২৮, ৯ আগস্ট ২০১৬
আজ আর্ন্তজাতিক আদিবাসী দিবস। পার্বত্য চট্টগ্রামসহ দেশের ক্ষুদ্র নৃগোষ্ঠিগুলোর নানান কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালন করছে। তবে আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি না পাওয়ায় ক্ষোভ রয়েছে অনেকের মনে।
১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর জাতিসংঘ ৯ আগষ্টকে আর্ন্তজাতিক আদিবাসী দিবস ঘোষনা করে। বাংলাদেশে দিবসটি পালন করছে ৫৪টির ও বেশি আদিবাসীরা সম্প্রদায়। এবারের দিবসের মূল প্রতিপাদ্য বিষয় “আদিবাসীদের শিক্ষা, ভূমি ও জীবনের অধিকার।”
এদিকে, আদিবাসীদের সাংবিধানিকভাবে স্বীকৃতিসহ রাষ্ট্রীয়ভাবে দিবসটি পালিত না হওয়ায় হতাশা রয়ে গেছে অনেকের মনে।
একইসাথে ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আদিবাসীদের পরিচয় ক্ষুদ্র নৃ-গোষ্ঠী হিসেবে আখ্যায়িত করায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে।
জাতিসংঘ ঘোষিত ও আইএলও সনদ অনুযায়ী আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি প্রত্যাশা ক্ষুদ্র এই নৃগোষ্ঠীর।
আরও পড়ুন