ঢাকা, শুক্রবার   ২৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ ইত্যাদি’র পুনঃপ্রচার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০০, ২১ মে ২০২১

Ekushey Television Ltd.

প্রতি বছর ঈদ উপলক্ষে প্রচার হয়ে আসছে ঈদের বিশেষ ‘ইত্যাদি’। তবে এবার করোনার কারণে থমকে গেছে জনপ্রিয় এই বিনোদন অনুষ্ঠানটিও। এবার আর চিরাচরিত নিয়মে স্টেডিয়ামে ধারণ করা হয়নি ইত্যাদি। তবে ইতিপূর্বে প্রচারিত কয়েকটি ঈদ ইত্যাদির বেশ কয়েকটি পর্ব সংকলন করে ভিন্ন আঙ্গিকে সাজানো হয়েছে। যা সর্বমহলে প্রশংসিত হয়েছে। 

সংকলিত অনুষ্ঠান হিসেবে ঘোষণা দেয়া হলেও হানিফ সংকেতের দুর্দান্ত ছন্দময় গ্রন্থনায় এবারের অনুষ্ঠানটি করোনাকালে ঘরবন্দি মানুষের বিষণ্ন মনে এনেছে প্রশান্তি। শুধু টিভির দর্শকই নয়, এবারের ইত্যাদি প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই ঝড় তুলেছে ভিডিও শেয়ারিং প্ল্যাটফরমেও।

অত্যন্ত উপভোগ্য একটি ইত্যাদি উপহার পেয়ে দর্শকরা যে খুশি হয়েছেন তার বহিঃপ্রকাশ ঘটেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দর্শকদের উচ্ছ্বসিত প্রশংসায় ঈদ পর্বটি আবারও একযোগে প্রচার হবে বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ড-এ আজ রাত ৮টার বাংলা সংবাদের পর। 

ইত্যাদি রচনা, পরিচালনা ও উপস্থাপনা করেছেন হানিফ সংকেত। নির্মাণ করেছে ফাগুন অডিও ভিশন, স্পন্সর করেছে কেয়া কস্‌মেটিকস্‌ লিমিটেড।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি