ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

আজ ঈদের দিন মোশাররফ করিমের জন্মদিন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৫, ২২ আগস্ট ২০১৮

আজ ২২ আগস্ট। ভার্সেটাইল অভিনেতা মোশাররফ করিমের জন্মদিন। তবে এবছর ঈদের দিন তার জন্মদিন হওয়ায় অন্যরকম আনন্দে কাটছে দিনটি। একুশে টেলিভিশনের পক্ষ থেকে এই গুনি অভিনেতার প্রতি রইলো অনেক অনেক শুভেচ্ছা।
মোশাররফ করিমের অভিনয় চর্চা শুরু হয় স্কুলে পড়ার সময়ে। ১৯৮৬ সালে ঢাকার অন্যতম নাট্যসংগঠন ‘নাট্যকেন্দ্র’-এ যুক্ত হন অভিনয়ের টানে। দলটির বিচ্ছু, প্রতিসরণ নাটকে অভিনয় করেন। বর্তমানেও এ দলটির সদস্য হিসেবে যুক্ত আছেন। তবে টিভি নাটকে বৈচিত্র্যপূর্ণ অভিনয়ের মাধ্যমে হয়ে উঠেন সবার প্রিয় তারকা। এক নামে তাকে সবাই চেনে।
মোশাররফ করিম ২০০৪ সালে ‘ক্যারাম’ নামের একটি টিভি নাটকে অভিনয়ের মাধ্যমে জনপ্রিয়তা পান। এর আগে ১৯৯৯ সালে ‘অতিথি’ নামের একটি খণ্ড নাটকে অভিনয়ের মাধ্যমে টিভি অভিনয় শুরু করেন। পরবর্তীতে বেশকিছু নাটকে অভিনয় করলেও ‘ক্যারাম’ নাটকে অভিনয় টিভি মিডিয়ায় নিজের আসনটি প্রতিষ্ঠার ক্ষেত্রে ভূমিকা রাখে।
মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ধারবাহিক নাটক ‘৪২০’, চলচ্চিত্র ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’, ‘টেলিভিশন’ মোশাররফ করিমকে জনপ্রিয়তার অনন্য জায়গায় নিয়ে যায়। সাম্প্রতিক সাগর জাহানের ‘সিকান্দার বক্স’ ধারাবাহিক নাটকে মোশাররফ করিমের অভিনয় দারুণ মুগ্ধ করে দর্শকদের।
এ অভিনেতার উল্লেখ যোগ্য অভিনীত নাটকের মধ্যে রয়েছে জিম্মি, দুই রুস্তম, আন্তঃনগর, ফ্লেক্সিলোড, কিংকর্তব্যবিমূঢ়, আউট অফ নেটওয়ার্ক, সাদা গোলাপ, ৪২০, জুয়া, সুখের অসুখ, সিরিয়াস কথার পরের কথা, সন্ধান চাই, ঠুয়া, লস, সিটি লাইফ, বিহাইন্ড দ্যা সিন, সেই রকম পানখোর প্রভৃতি। এছাড়াও তিনি অসংখ্য নাটকে অভিনয় করেছেন।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি