ঢাকা, বৃহস্পতিবার   ২৮ নভেম্বর ২০২৪

আজ ঈদের বিশেষ নাটক ‘ভাগের মা’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৪, ২৩ আগস্ট ২০১৮

ঈদ অনুষ্ঠানমালায় আজ দেখা যাবে বিশেষ নাটক ‘ভাগের মা’। নাটকটি রচনা করেছেন বৃন্দাবন দাস ও পরিচালনা করেছেন দীপু হাজরা।

নাটকটির গল্পে দেখা যায়, লেকু ও ছেকু দুই ভাই। পাশাপাশি ঘরে বসবাস হলেও বাড়ী ও জমিজমা নিয়ে দু’পরিবারের মধ্যে প্রায়ই ঝগড়া বিবাদ লেগেই থাকতো। ছোটভাই লেকু চায় বাড়ির উঠানে কাঁটাতারের বেড়া দিয়ে আলাদা হয়ে যেতে। প্রস্তুতিও চলে সেভাবে। কিন্তু বাঁধ সাধে ছেকু। তিনি কোনোভাবেই এটি চান না। অবশেষে গ্রামের লোকজনের মধ্যস্থতায় সম্পদের ভাগাভাগির বিষয়টি সমাধান হয়। কিন্তু তাদের মায়ের দায়িত্ব কে নেবেন? এ নিয়ে তৈরি হয় নতুন সমস্যা। তাহলে কি মাকেও জমিজমার মতো ভাগ করা হবে? কে ই বা নেবে তার দায়িত্ব? এ নিয়ে চলতে থাকে সিদ্ধান্তহীনতা। এ ভাবেই এগিয়ে চলে ‘ভাগের মা’ নাটকের গল্প।

বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাদিয়া আহমেদ, আ খ ম হাসান, শাহনাজ খুশী, শিরিন আলম, মাসুদ রানা মিঠু, দিব্য জ্যোতি, সৌম্য জ্যোতি, মাসুদ হারুন প্রমুখ।

নাটকটি বিরতিহীনভাবে দেখা যাবে ঈদের দ্বিতীয় দিন রাত ১১টায় গাজী টিভিতে।

এসএ/

 


 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি