ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ ঐতিহাসিক বেতিয়ারা শহীদ দিবস

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ১১ নভেম্বর ২০১৮

Ekushey Television Ltd.

ঐতিহাসিক ‘বেতিয়ারা শহীদ দিবস’ আজ। ১৯৭১ সালের এই দিনে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার বেতিয়ারায় পাকিস্তানি বাহিনীর সঙ্গে সম্মুখ সমরে অসীম সাহসিকতার সঙ্গে যুদ্ধ করে শহীদ হন নয় তরুণ মুক্তিযোদ্ধা। তারা হলেন- নিজাম উদ্দিন আজাদ, সিরাজুম মুনীর, শহীদুল্লাহ, বশির মাস্টার, আবদুল কাইয়ুম, জহিরুল হক দুদু, আওলাদ হোসেন, কাদের মিয়া এবং সফিউল্লাহ। তারা সবাই ছিলেন ন্যাপ ছাত্র ইউনিয়ন-কমিউনিস্ট পার্টির উদ্যোগে গঠিত বিশেষ গেরিলা বাহিনীর যোদ্ধা।
দিবসটি উপলক্ষে সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক শাহ আলম এক বিবৃতিতে বেতিয়ারার শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন।
এ উপলক্ষে আজ রোববার সকাল সাড়ে ১১টায় কুমিল্লার বেতিয়ারায় পতাকা উত্তোলন এবং বেতিয়ারার শহীদ স্মৃতিস্তম্ভে বিভিন্ন দল, সংগঠনসহ সর্বস্তরের মানুষ শ্রদ্ধা নিবেদন করবেন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে সকাল ৮টায় রাজধানীর পুরানা পল্টনের মুক্তিভবনের সামনে বেতিয়ারায় শহীদদের স্মৃতিতে অস্থায়ী বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ ও বিকেল ৫টায় মৈত্রী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া সারাদেশে নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করবে দলটি।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি