ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন মির্জা ফখরুল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৫৫, ২৯ মার্চ ২০১৮

Ekushey Television Ltd.

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বৃহস্পতিবার দুপুরে এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির এ তথ্য নিশ্চিত করেছেন। তবে তাদের আলোচনা কি নিয়ে হবে তা জানা যায়নি।

শায়রুল কবির জানান, আজ বৃহস্পতিবার দুপুর ৩টার সময় ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে যাওয়ার কথা রয়েছে মির্জা ফখরুলের। সেখানে তিনি দলীয় চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করে কথা বলবেন।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট্র দুর্নীতির মামলায় রায় হয় গত ৮ ফেব্রুয়ারি। ওই রায়ে প্রধান আসামি খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড হয়। ওই দিন দুপুরেই তাকে নাজিমউদ্দিন রোডের পুরাতন কেন্দ্রীয় কারাগারে রয়েছেন তিনি।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি