আজ ঘাতক দালাল নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী
প্রকাশিত : ০৮:৪৯, ২০ জানুয়ারি ২০১৯ | আপডেট: ১২:৪৬, ২০ জানুয়ারি ২০১৯
আজ একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ২৭তম প্রতিষ্ঠাবার্ষিকী। ১৯৯২ সালের এ দিনে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে এ সংগঠন প্রতিষ্ঠিত হয়। ১৯৭১ সালের গণহত্যাকারী ও যুদ্ধাপরাধীদের বিচার এবং জামায়াত-শিবির চক্রের সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধের দাবি নিয়ে এ কমিটি গড়ে ওঠে।
নির্মূল কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ রোববার রাজধানীর ধানমণ্ডিতে ডব্লিউভিএ মিলনায়তনে বিকেলে আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
এ ছাড়া সেক্টর কমান্ডারস ফোরামের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) কে এম সফিউল্লাহ বীরউত্তম, সংগঠনের সভাপতি শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, ডা. উত্তম কুমার বড়ূয়া প্রমুখ উপস্থিত থাকবেন।
এসএ/