আজ জাতীয় অধ্যাপক সালাহ্উদ্দীন আহ্মদের মৃত্যুবার্ষিকী
প্রকাশিত : ০৮:৫০, ১৯ অক্টোবর ২০১৮
জাতীয় অধ্যাপক ড. সালাহ্উদ্দীন আহ্মদের চতুর্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের ১৯ অক্টোবর ৯২ বছর বয়সে বার্ধক্যজনিক কারণে ইন্তেকাল করেন এই জ্ঞানতাপস।
সালাহ্উদ্দীন আহ্মদের জন্ম ১৯২২ সালের ২১ সেপ্টেম্বর ফরিদপুরে। কলকাতার আলিপুরের তালতলা হাইস্কুল থেকে ম্যাট্রিক এবং রিপন কলেজ থেকে ইন্টারমিডিয়েট পাস করেন তিনি।
১৯৪০ সালে ভর্তি হন প্রেসিডেন্সি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক (সম্মান) শ্রেণিতে। ১৯৪৫ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ডিগ্রি লাভ করেন।
তিনি যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে এমএস এবং যুক্তরাজ্যের লন্ডন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ১৯৪৮ সালে ঢাকার জগন্নাথ কলেজে (বর্তমান জগন্নাথ বিশ্ববিদ্যালয়) ইতিহাস বিভাগের প্রভাষক হিসেবে যোগ দেওয়ার মধ্য দিয়ে সালাহ্উদ্দীন আহ্মদের শিক্ষকতা জীবনের শুরু।
এসএ/