ঢাকা, রবিবার   ০৬ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ থেকে স্মার্ট কার্ডে মিলবে টিসিবির পণ্য

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:১৭, ৮ জানুয়ারি ২০২৫

Ekushey Television Ltd.

আজ বুধবার থেকে দেশের নিম্নআয়ের পরিবারের জন্য টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হবে। যা শুধুমাত্র স্মার্ট ফ্যামিলি কার্ডধারী পরিবারের জন্য। 

বুধবার (৮ জানুয়ারি) সকালে তেজগাঁওয়ের বেগুনবাড়ি দীপিকার মোড়ে এই কার্যক্রমের উদ্বোধন করবেন বাণিজ্য উপদেষ্টা।

টিসিবির তথ্য কর্মকর্তা হুমায়ুন কবির স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৭ জানুয়ারি) এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় নিম্নআয়ের এক কোটি উপকারভোগী পরিবারের জন্য টিসিবির পণ্য (ভোজ্য তেল, ডাল) ভর্তুকি মূল্যে বিক্রি করা হবে। চলতি জানুয়ারি মাসে তিনটি পণ্য- চিনি, সয়াবিন তেল এবং মসুর ডাল বিক্রির কাজ শুরু হবে।

বিক্রয় কার্যক্রমটি সিটি করপোরেশন, জেলা এবং উপজেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় নির্ধারিত স্থান এবং সময় অনুযায়ী পরিচালিত হবে। জানুয়ারি মাস থেকে শুধুমাত্র স্মার্ট ফ্যামিলি কার্ডধারীরা এই বিক্রয় কার্যক্রমে অংশ নিতে পারবেন এবং আগের পুরনো ফ্যামিলি কার্ডে পণ্য বিক্রি বন্ধ থাকবে।

স্মার্ট কার্ডধারীরা নির্ধারিত ডিলারদের কাছ থেকে সর্বোচ্চ এক কেজি চিনি ৭০ টাকা দরে, প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা দরে সর্বোচ্চ ২ কেজি এবং প্রতি লিটার সয়াবিন তেল ১০০ টাকা দরে সর্বোচ্চ ২ লিটার কিনতে পারবেন।

এছাড়া, টিসিবি প্রতি মাসে বিশাল পরিমাণ পণ্য সরবরাহের জন্য কাজ করছে, যার মধ্যে ২০ হাজার মেট্রিক টন মসুর ডাল, ২ কোটি লিটার ভোজ্য তেল, ১০,০০০ মেট্রিক টন চিনি, এবং রমজান মাসে ১০,০০০ মেট্রিক টন ছোলা, ১,৫০০ মেট্রিক টন খেজুরসহ অন্যান্য পণ্য বিক্রি করা হয়। 

এই বিশাল কর্মযজ্ঞ বাস্তবায়নের জন্য টিসিবির গুদামগুলো প্রতিদিন রাত ৮টা থেকে ৯টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি