ঢাকা, মঙ্গলবার   ২২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ দেখা মিলবে ক্ষুদ্রতম চাঁদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ১৩ সেপ্টেম্বর ২০১৯ | আপডেট: ০৮:৫৭, ১৩ সেপ্টেম্বর ২০১৯

Ekushey Television Ltd.

আজ শুক্রবার পূর্ণিমা। দেখা মিলবে ক্ষুদ্রতম চাঁদের। ১৩ বছর পর এমন চাঁদ দেখবে বিশ্ববাসি। পৃথিবী থেকে তুলনামূলক দূরতম স্থানে অবস্থান করায় এই চাঁদ মূলত ১৪ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ছোট দেখাবে। এর আগে ২০০৬ সালের জানুয়ারি মাসে দেখা গিয়েছিল এমন ক্ষুদ্রতম চাঁদ।

আজ চাঁদ পৃথিবী থেকে সবচেয়ে দূরে অবস্থান করবে। এই দূরত্ব হবে দুই লাখ ৫২ হাজার ৪৭১ মাইল। তাই চাঁদকে ছোট দেখাবে। একে বলা হয়, মাইক্রো মুন বা ক্ষুদ্রতম চাঁদ।

কক্ষপথ উপবৃত্তাকার হওয়ায় পৃথিবী থেকে চাঁদের দূরত্ব বাড়ে, আবার কমে।

আজকের পূর্ণিমা শুরু হবে সকাল ৭টা ৩৫ মিনিটে, শেষ হবে আগামীকাল শনিবার সকাল ১০টা ৪ মিনিটে। তবে মেঘলা আকাশের জন্য বাংলাদেশ থেকে ক্ষুদ্রতম চাঁদ দেখা কষ্টকর হবে।

পরবর্তী ক্ষুদ্রতম চাঁদের দেখা পেতে আবার অপেক্ষা করতে হবে ১৪ বছর, অর্থাৎ ২০৩৩ সালের মে পর্যন্ত।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি