আজ দেশে ফিরছেন সাকিব
প্রকাশিত : ১১:১৮, ২৯ আগস্ট ২০১৮
পবিত্র হজ পালন শেষে আজ বুধবার দেশে ফিরে আসছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে কথা ছিল হজ শেষে যুক্তরাষ্ট্র চলে যাবেন সাকিব। সেখান থেকে স্ত্রী ও কন্যাসহ দেশে ফিরে আসবেন বলেই জানানো হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদলালেন সাকিব।
বুধবার দুপুর ২টা ৫ মিনিটে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করার কথা বাংলাদেশ জাতীয় দলের টেস্ট ও টি২০ অধিনায়কের।
জানা গেছে, বিসিবি সভাপতির সঙ্গে জরুরি বৈঠকের জন্য সরাসরি দেশে ফিরছেন সাকিব। মূলত সাকিবের এশিয়া কাপ খেলা না খেলার বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক। তাই স্ত্রী ও সন্তানের কাছে না গিয়ে তড়িঘড়ি করে দেশে ফিরছেন তিনি।
ধারণা করা হচ্ছে, বোর্ড সভাপতির সঙ্গে বসে দুই-একদিনের মধ্যে সার্জারির দিনক্ষণ ঠিক করবেন সাকিব।
সবার জানা, সাকিব চেয়েছিলেন এশিয়া কাপ না খেলে তার আগে অপারেশন টেবিলে বসার। আর বিসিবি সভাপতি শুরুতে চেয়েছিলেন সাকিব এশিয়া কাপ খেলুক। বাংলাদেশ এশীয় ক্রিকেটের শ্রেষ্ঠত্বের আসরে অংশ নিক পুরো শক্তির দল নিয়ে। তবে সাকিব হজে যাওয়ার আগে বিসিবি প্রধান তাকে অপারেশনের ব্যাপারে পূর্ণ স্বাধীনতা দেন।
এখন সাকিব কি করবেন? তা নিয়েই নানা গুঞ্জন, জল্পনা-কল্পনা। এখন বিষয়টি নির্ভর করছে সাকিব আর বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনের ওপর। তারা বসেই ঠিক করবেন কবে কখন অপারেশন করা হবে? তবে একটি নির্ভরযোগ্য সূত্রের দাবি, সাকিব এশিয়া কাপ খেলবেন। তার আঙ্গুলে সার্জারি হবে এশিয়া কাপের পর। আর সেটা হলে ঘরের মাঠে অক্টোবর-নভেম্বরে জিম্বাবুয়ে সিরিজে দর্শক হয়ে থাকতে হবে এই অলরাউন্ডারকে। কারণ তার মাঠে ফিরতে সময় লাগতে পারে ৬ থেকে ৭ সপ্তাহ।
একে//