আজ নতুন বইয়ের ঘ্রাণ নিবে ক্ষুদে শিক্ষার্থীরা
প্রকাশিত : ১১:০০, ১ জানুয়ারি ২০১৮
লাখো ক্ষুদে শিক্ষার্থী নতুন বইয়ের ঘ্রাণ শুকবে আজ। সারা দেশের বিদ্যালয়গুলোতে বই উৎসবে মাতবে শিক্ষার্থীরা। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের কর্মকর্তারা জানিয়েছেন, এবার ৪ কোটি ৩৭ লাখ ৬ হাজার ৮৯৫ জন শিক্ষার্থীর জন্য ৩৫ কোটি ৪২ লাখ ৯০ হাজার ১৬২টি বই ছাপা হয়েছে।
কেন্দ্রীয়ভাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠে এবং শিক্ষা মন্ত্রণালয় আজিমপুর সরকারি বালিকা বিদ্যালয় ও কলেজে উৎসবের আয়োজন করেছে।
এনসিটিবির সদস্য রতন সিদ্দিকী বলেন, আজ উৎসবের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হবে।
/ এআর
আরও পড়ুন