ঢাকা, শুক্রবার   ২৯ নভেম্বর ২০২৪

আজ পবিত্র হজ

প্রকাশিত : ১২:২৩, ১১ সেপ্টেম্বর ২০১৬ | আপডেট: ১২:২৩, ১১ সেপ্টেম্বর ২০১৬

আজ পবিত্র হজ।  মক্কা নগরীর ঐতিহাসিক আরাফাত ময়দানে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন ধর্মপ্রাণ মুসলমানরা। ‘লাব্বাইকা আল্ল­হুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ধ্বনিতে মুখরিত আরাফাতের ময়দান। এ বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে প্রায় ১৪ লাখ ধর্মপ্রাণ মুসলমান মক্কায় হজ পালন করছেন। এর মধ্যে বাংলাদেশ  থেকে গেছেন এক লাখ এক হাজার ৭৫৮ জন। ‘লাব্বায়েক আলাহুম্মা লাব্বায়েক’- ধ্বনিতে মুখর এখন পুরো আরাফাত প্রাঙ্গন। অর্থাৎ ‘ আমি হাজির,হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নাই; সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্য তোমার।’ মিনাতে রাত্রিযাপন শেষে শনিবার ভোর থেকেই আরাফাতের ময়দানে আসতে শুরু করেন হাজীরা। এখানে আদায় করেন যোহর এবং আসরের নামাজ। দুপুরে মসজিদে নামিরাহ বিশ্ব মুসলিম উম্মাহর উদ্দেশ্যে খুৎবা পাঠ করেন সৌদি গ্রান্ড মসজিদের ইমাম মুফতি সালিহ বিন হুমাইদ। সূর্যাস্তের পর মুজদালিফায় রাত্রিযাপন শেষে,সোমবার সকালেই মিনায় ফিরবেন হাজীরা। সেখানে শয়তানের উপর পাথর নিক্ষেপের পর দেয়া হবে কুরবানী। আর এর মধ্য দিয়ে শেষ হবে পবিত্র হজের পাঁচ দিনের আনুষ্ঠানিকতা। আরাফাত ময়দানের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় এবার আরো কঠোর ব্যবস্থা নিয়েছে সৌদির প্রতিরক্ষা বিভাগ। মিনায় শয়তানকে পাথর নিক্ষেপের সময় যেন কোনো দুর্ঘটনা না ঘটে, সেজন্য ভাগ ভাগ করে মুসলমানদের সেখানে পাঠানোর ব্যবস্থা করেছে সৌদি হজ কর্তৃপক্ষ। গত বছর মিনায় পাথর নিক্ষেপের সময় পদদলিত হয়ে ৭১৭ জনের মৃত্যু হয়।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি