ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

আজ পর্দা উঠছে বিপিএলের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৯, ৫ জানুয়ারি ২০১৯ | আপডেট: ০৯:১২, ৫ জানুয়ারি ২০১৯

আগামী ৩০ মে ইংল্যান্ড এন্ড ওয়েলসে শুরু হচ্ছে ওয়ানডে বিশ্বকাপের ১২তম আসর। বিশ্বকাপকে প্রস্তুতি হিসেবে দেখা হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-২০ ক্রিকেট টুর্নামেন্টকে। সেই লক্ষ্য নিয়ে আজ শনিবার থেকে শুরু হচ্ছে বিপিএলের ষষ্ঠ আসর। প্রথম দিনই মাঠে নামছে চারটি দল। রয়েছে দু’টি খেলা। মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা সাড়ে ১২টায় দিনের প্রথম খেলায় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্সের প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস। দিনের দ্বিতীয় খেলায় বিকেল পাঁচটা ২০ মিনিটে লড়বে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। প্রথমবাররে মতো বিপিএল ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকছেন ব্রিটিশ আম্পায়ার।

বিপিএল খেলতে এবারই প্রথমবারের মতো এসেছেন অস্ট্রেলিয়ান মহাতারকা ডেভিড ওয়ার্নার, যাত্রাপথে রয়েছেন আরেক তারকা স্টিভেন স্মিথ। টুর্নামেন্ট শুরুর কয়েক ম্যাচ পরেই রাজধানী ঢাকায় পা রাখবেন প্রোটিয়া যোদ্ধা এবি ডি ভিলিয়ার্স।

এর সঙ্গে ক্যারিবীয়ান তারকা ক্রিস গেইল, সুনিল নারিন, আন্দ্রে রাসেল, এভিন লুইস কিংবা ইংলিশ তারকা অ্যালেক্স হেলস, রবি বোপারা ও ইয়ান বেলদের উপস্থিতি আকর্ষণ বাড়াচ্ছে আরও বিপিএলের।

এত সব তারকা ক্রিকেটারদের নিয়ে আজ পর্দা উঠবে বিপিএলের এ আসরের। যেখানে সাতটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজি মাঠের লড়াইয়ে মুখোমুখি হবে অভিন্ন লক্ষ্য, শিরোপা জয়ের জন্য।

এদিকে সদ্য জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের হয়ে বিপুল ভোটে জয়ী হন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বড় বিজয় নিয়ে এবার ক্রিকেট মাঠে নামতে যাচ্ছেন ম্যাশ। তার নেতৃত্বেই গেলবার বিপিএলের শিরোপা জয় করে রংপুর।

ষষ্ঠ আসরের জন্য আরও শক্তিশালী দল গড়েছে রংপুর। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ও খেলোয়াড়কে এবি ডি ভিলিয়ার্স, ইংল্যান্ডের অ্যালেক্স হেলসকে দলে ভেড়ায় তারা। এছাড়া স্থানীয়দের মধ্যে ব্যাটিং বিভাগে রয়েছেন, মোহাম্মদ মিথুন- নাদিফ চৌধুরি।

বোলিং ডির্পাটমেন্টে আছেন, মাশরাফি-ওয়েস্ট ইন্ডিজের শেলডন কটরেল, আবুল হাসান ও শফিউল ইসলাম। স্পিনার হিসেবে নাজমুল ইসলাম-সোহাগ গাজী আছেন দলে। গেলবছর রংপুরের শিরোপা জয়ে এই দুই স্পিনারের অবদান ছিলো চোখে পড়ার মত।

প্রথম ম্যাচের আগে মাশরাফি বলেন, সংসদ সদস্য হিসেবে নয়, আমি মাঠের মানুষ, একজন ক্রিকেটার। নিজেকে ক্রিকেটার হিসেবেই ভাবতে চাই। ক্রিকেট খেলেই আমি এতদূর এসেছি। তাই ক্রিকেট মাঠে নিজেকে ক্রিকেটার ব্যতীত অন্য কিছু ভাবতে চাই না। আমি যে সংসদ সদস্য হয়েছি, নির্বাচন জিতেছি এর সাথে তো ক্রিকেট মাঠের কোনো সম্পর্ক নেই। এখানে আমি ক্রিকেটার, আপনারাও সেভাবেই দেখবেন আশা করি।

শিরোপা ধরে রাখার ব্যাপারে মাশরাফি বলেন, এমন না যে, চ্যাম্পিয়ন হতেই হবে। তবে মনের মধ্যে সবসময় এটা কাজ করেই, যে আমরা ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। এবারও তা আছে। তবে এবারের লক্ষ্য থাকবে শুরু থেকেই ভালো করার। গতবার আমাদের শুরুটা ভালো হয়নি। তাই এবার চাই শুরু থেকেই যেন জয়ের পথে থাকতে পারি।

রংপুরের প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস। এবার দলের নেতৃত্ব দিবেন মুশফিকুর রহিম। তার নেতৃত্বে এবার ভালো করার ব্যাপারে আশাবাদি মুশফিক। মুশফিক বলেন, আমি যতবারই বিপিএল খেলেছি, চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দেয়ার। অনেক সময় হয়, অনেক সময় হয় না। সত্য কথা হলো, অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিলে দলের জন্য কাজ সহজ হয়ে যায়। এবারও তাই চেষ্টা থাকবে।

দিনের আরেক ম্যাচে লড়বে ঢাকা ডায়নামাইটস ও রাজশাহী কিংস। প্রতিবারই শক্তিশালী দল গঠন করে ঢাকা। টি-২০ ক্রিকেটের সেরা চার অলরাউন্ডার এবার তাদের দলে আছে। এরা হলেন- সাকিব আল হাসান, আন্দ্রে রাসেল, কাইরন পোলার্ড ও সুনীল নারাইন। এছাড়া দেশীদের মধ্যে আছেন- রনি তালুকদার, নুরুল হাসান, রুবেল হোসেনের মত তারকারা। গেল বছর দাপটের সাথে ফাইনালে উঠে ঢাকা। কিন্তু রংপুরের কাছে হার মানতে হয় তাদের। এবার শিরোপা বন্ধ্যাত্ব ঘোচানোই প্রধান লক্ষ্য ঢাকার।

চতুর্থ মৌসুমে ফাইনালে উঠেও শিরোপা হাতছাড়া হয় রাজশাহীর। এবার রাজশাহী পাচ্ছে নতুন অধিনায়ক। অফ-স্পিনার মেহেদি হাসান মিরাজ দলকে নেতৃত্ব দিবেন। সহ-অধিনায়কের দায়িত্ব পান সৌম্য সরকার। বিদেশিদের মধ্যে দলে আছেন, পাকিস্তনের মোহাম্মদ হাফিজ-নেদারল্যান্ডসের রায়ান টেন ডসেট-সেক্কুজে প্রসন্নের মত খেলোয়াড় আছেন দলে। রাজশাহীর দলের আছেন গেল বছর ওয়ানডে ও টি-২০তে সর্বোচ্চ উইকেট শিকারী কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান। তার সাথে বোলিং-এ থাকছেন আরাফাত সানি, শ্রীলংকার ইসুরু উদানা।

চলুন দেখে নেওয়া যাক ক্রিকেট তারকারা কে কোন দলে রয়েছেন-

রংপুর রাইডার্স

মাশরাফি বিন মুর্তজা, নাজমুল ইসলাম অপু, ক্রিস গেইল, এবি ডি ভিলিয়ার্স, অ্যালেক্স হেলস, শফিউল ইসলাম, সোহাগ গাজী, ফরহাদ রেজা, মেহেদী মারুফ, রবি বোপারা, রিলি রুশো, নাহিদুল ইসলাম, নাদিফ চৌধুরী, আবুল হাসান রাজু, বেনি হাওয়েল, ফারদিন হোসেন অনি, ওশানে থমাস।

ঢাকা ডায়নামাইটস

সাকিব আল হাসান, সুনীল নারিন, কাইরন পোলার্ড, আন্দ্রে রাসেল, হজরতুল্লাহ যাযাই, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, রনি তালুকদার, শুভাগত হোম, এন্ড্রু বার্চ, ইয়ান বেল, কাজী অনিক, মিজানুর রহমান, আসিফ হাসান, শাহাদাৎ হোসেন রাজীব, নাঈম শেখ।

চিটাগং ভাইকিংস

মুশফিকুর রহিম, লুক রঙ্কি, সিকান্দার রেজা, সানজামুল ইসলাম, মোহাম্মদ শেহজাদ, রবার্ট ফ্রাইলিঙ্ক, মোসাদ্দেক হোসেন সৈকত, আবু জায়েদ রাহি, খালেদ আহমেদ, নাঈম হাসান, ক্যামেরন ডেলপোর্ট, দাসুন শনাকা, মোহাম্মদ আশরাফুল, রবিউল হক, শাদমান ইসলাম, নিহাদ উজ জামান, নাজিবুল্লাহ জাদরান।

রাজশাহী কিংস

মুমিনুল হক, সেকুগে প্রসন্ন, রায়ান টেন ডেসকাটে, মোহাম্মদ সামি, কামরুল ইসলাম রাব্বি, মার্শাল আইয়ুব, লরি ইভান্স, ইসুরু উদানা, আলাউদ্দিন বাবু, আরাফাত সানি, ফয়জলে মাহমুদ রাব্বি, সৌম্য সরকার, জাকির হাসান, ক্রিস্টিয়ান জোনকার, কাইস আহমেদ, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ।

খুলনা টাইটানস

মাহমুদউল্লাহ, কার্লোস ব্রেথওয়েট, দাউইদ মালান, আলি খান, আরিফুল হক, নাজমুল হোসেন শান্ত, আল আমিন, তাইজুল ইসলাম, জহুরুল ইসলাম, শরিফুল ইসলাম, জহির খান, রাদারফোর্ড, শুভাশীষ রায়, জুনায়েদ সিদ্দিকী, তানভীর ইসলাম, মাহিদুল অঙ্কন, লাসিথ মালিঙ্গা, ইয়াসির শাহ, ব্রেন্ডন টেলর।

কুমিল্লা ভিক্টোরিয়ানস

তামিম ইকবাল, শহিদ আফ্রিদি, থিসারা পেরেরা, শোয়েব মালিক, আসেলা গুনারত্নে, লিয়াম ডসন, সাইফউদ্দিন, ইমরুল কায়েস, আবু হায়দার রনি, এনামুল হক বিজয়, জিয়াউর রহমান, মেহেদী হাসান, মোশাররফ হোসেন রুবেল, মোহাম্মদ শহীদ, শামসুর রহমান, সঞ্জিত সাহা, এভন লুইস, ওয়াকার সালমাখেল, আমের ইয়ামিন।

সিলেট সিক্সার্স

নাসির হোসেন, সাব্বির রহমান, সোহেল তানভীর, লিটন দাস, ডেভিড ওয়ার্নার, সন্দিপ লামিচানে, আফিফ হোসেন, আল আমিন হোসেন, তৌহিদ হৃদয়, আন্দ্রে ফ্লেচার, গুলবাদিন নাইব, অলক কাপালি, এবাদত হোসেন, নাবিল সামাদ, মোহাম্মদ ইরফান, ফ্যাবিয়ান অ্যালেন, মেহেদী হাসান রানা, তাসকিন আহমেদ।

সূচি অনুসারে ম্যাচগুলো রাজধানীর মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়াম, চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এবং সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজন হবে। গেল বছর বিপিএলের ৫ম আসর শুরু হয়েছিল সিলেট থেকে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি