আজ বিএসএমএমইউতে নেয়া হতে পারে খালেদাকে
প্রকাশিত : ০৭:৪৮, ১১ জুন ২০১৮ | আপডেট: ১০:২৮, ১২ জুন ২০১৮
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আজ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নেয়া হতে পারে। রোববারই তাকে হাসপাতালে নেয়া হচ্ছে বলে সরকারের পক্ষ থেকে ইঙ্গিত দেয়া হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত তাকে নেয়া হয়নি।
রোববার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেন, খালেদা জিয়ার চিকিৎসার বিষয়ে সরকারের আন্তরিকতার কোনো ঘাটতি নেই।
স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনে নতুন করে মেডিকেল বোর্ড গঠন করা হবে।
আর আইনমন্ত্রী আনিসুল হক বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে সরকার ‘কনসার্ন’ এবং তার মাইল্ড স্ট্রোক হয়েছে কি না, তা পরীক্ষা-নিরীক্ষার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নিয়ে যাওয়া হবে।
তবে বিএনপি খালেদা জিয়াকে ইউনাইটেড হাসপাতালে নেয়ার দাবি জানিয়েছে। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এদিন জরুরি সংবাদ সম্মেলনে সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, বিএসএমএমইউতে বিএনপি চেয়ারপারসনের যথাযথ চিকিৎসা হবে না। বিশেষায়িত হাসপাতালে চিকিৎসা না দিলে এবং তার বড় ধরনের ক্ষতি হলে এর দায় সরকারকেই নিতে হবে।
এসএ/
আরও পড়ুন