আজ বিপ্লবী আবদুল হকের মৃত্যুবার্ষিকী
প্রকাশিত : ১৪:৫৪, ২২ ডিসেম্বর ২০১৮

কমিউনিস্ট আন্দোলনের প্রবাদপুরুষ কমরেড আবদুল হকের ২২তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯২০ সালের ২৩ ডিসেম্বর যশোর সদর থানার খড়কিতে জন্মগ্রহণ করেন তিনি।
ছাত্র অবস্থায় তিনি কমিউনিস্ট পার্টির সংস্পর্শে আসেন এবং মার্ক্সবাদী-লেনিনবাদী আদর্শে উদ্বুদ্ধ হয়ে বৈপ্লবিক কর্মকাণ্ড শুরু করেন। কলকাতা প্রেসিডেন্সি কলেজে অর্থনীতিতে অনার্স পড়ার সময় তিনি ১৯৪১ সালে ভারতের কমিউনিস্ট পার্টির প্রার্থী সভ্যপদ লাভ করেন। ছাত্রাবস্থায় আবদুল হক পার্টির রাজনৈতিক নেতৃত্বে পরিচালিত ছাত্রসংগঠন অল ইন্ডিয়া স্টুডেন্ট ফেডারেশনের বঙ্গীয় প্রাদেশিক কমিটির দায়িত্ব পালন করেন এবং যশোর জেলার কৃষকের তেভাগা আন্দোলনে নেতৃত্বদানকারীর ভূমিকা পালন করেন।
পাকিস্তান আমলে আবদুল হক ১৯৫৮ থেকে ১৯৭০ সাল পর্যন্ত পূর্ব পাকিস্তান কৃষক সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ ছাড়া কমিউনিস্ট আন্দোলনের ক্ষেত্রে তিনি সংশোধনবাদের বিরুদ্ধে মতাদর্শগত সংগ্রাম করেন। আবদুল হক ১৯৬৭ সালে পূর্ব পাকিস্তানে কমিউনিস্ট পার্টি (এমএল) গঠনে ভূমিকা রাখেন।
এ উপলক্ষে সকাল ৮টায় মিরপুরে মরহুমের সমাধিস্থলে পুষ্পমাল্য অর্পণ করা হয়েছে। এছাড়া বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনাসভা অনুষ্ঠিত হবে।
এসএ/