ঢাকা, মঙ্গলবার   ০৬ মে ২০২৫

আজ ‘বিশ্ব নৌ দিবস’

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২০ | আপডেট: ১১:৫৪, ২৪ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

আজ ২৪ সেপ্টেম্বর- ‘বিশ্ব নৌ দিবস’। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হচ্ছে- ‘টেকসই নৌপরিবহন, টেকসই বিশ্ব’।

নৌপরিবহন মন্ত্রণালয়ের উদ্যোগে অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশেও যথাযথভাবে দিবসটি পালনের উদ্যোগ নেয়া হয়েছে।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী আলাদা বাণী দিয়েছেন। 

প্রসঙ্গত, ২০১৯ সালে ‘আন্তর্জাতিক নৌ দিবস’র নতুন নামকরণ করা হয় ‘বিশ্ব নৌ দিবস’। একই সঙ্গে দিবসটির শ্রেণি পরিবর্তনও করা হয়। এতে করে দিবসটির গুরুত্ব বাড়ে।

উল্লেখ্য, প্রতিবছর সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহে উদযাপিত হয় ‘আন্তর্জাতিক নৌ দিবস’, যা ‘বিশ্ব নৌ দিবস’ হিসেবে দেশে পালিত হচ্ছে। 
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি