ঢাকা, মঙ্গলবার   ২৬ নভেম্বর ২০২৪

মূকাভিনয় উৎসব

আজ মাইম আইকন হুদার প্রদর্শনী

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৫, ৮ এপ্রিল ২০১৮

দ্বিতীয় আন্তর্জাতিক মূকাভিনয় উৎসব ২০১৮ আজ রোববার থেকে শুরু হচ্ছে। তিনদিনের এ উৎসবে যোগ দিয়েছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মাইম আইকন প্রখ্যাত মূকাভিনয় শিল্পী কাজী মশহুরুল হুদা। তিনি আজ সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটরিয়ামে মূকাভিনয় প্রদর্শন করবেন। এ উৎসব চলবে ১০ এপ্রিল পর্যন্ত।

উৎসব ভ্যানু হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ। সকল কর্মসূচি ঢাবি প্রাঙ্গণেই অনুষ্ঠিত হবে বল আয়োজকরা জানান। ঢাকা বিশ্ববিদ্যালয় মাইম অ্যাকশন (ডিইউএমএ)-ডুমা এই উৎসবের আয়োজন করছে।

বেশ কয়েকটি বিদেশী দল উৎসবে যোগ দিয়েছে। আমেরিকা প্রবাসী বাংলাদেশের প্রখ্যাত মাইম আইকন কাজী মশহুরুল হুদার দল সহ, জাপান, জামার্নি, ইরান, ভারত, নেপাল’সহ বাংলাদেশের বিভিন্ন দল অংশ নিচ্ছে। উসৎবের কর্মসূচির মধ্যে রয়েছে অংশ্রগহণকারী দলগুলোর মূকাভিন প্রদর্শনী, মাইম বিষয়ে সেমিনার। আজ উদ্বোধনীর পর বিশ্ববিদ্যালয় ও টিএসসি এলাকায় একটি র‌্যালি বের হবে।

এসএ/

 

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি