ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

বিপিএল-২০১৭

আজ মাঠে নামছে যারা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৫৬, ১৪ নভেম্বর ২০১৭ | আপডেট: ১৩:২৮, ১৪ নভেম্বর ২০১৭

একদিন বিরতি দিয়ে আজ আবার শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ঢাকা পর্বের খেলা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে মাঠে নামছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নাইটস ও খুলনা টাইটান্স। অপর ম্যাচে তৃতীয় আসরের চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের মুখোমুখি হবে টিটাগং ভাইকিংস।

গত ম্যাচে পয়েন্ট টেবিলের শীর্ষ দল সিলেট সিক্সার্সকে গুড়িয়ে দিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে সাকিব আল হাসানের ঢাকা ডায়নামাইটস। পাকিস্তানি অলরাউন্ডার শহীদ আফ্রিদি দলে যোগ দেওয়াই আগের চেয়ে শক্তিশালী হয়েছে স্বাগতিকরা। সিলেটকে একাই উড়িয়ে দিয়েছেন আফ্রিদি। অন্যদিকে খুলনা টাইটান্সও রয়েছে ছন্দে। সর্বশেষ ‍দুই ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে মাহমুদউল্লাহর দল।

সন্ধ্যা ৬টায় পয়েন্ট টেবিলের তিন নম্বরে থাকা কুমিল্লার বিরুদ্ধে খেলবে তিন ম্যাচে এক জয় পাওয়া চিটাগং ভাইকিংস। মোহাম্মদ নবী-রশিদ খানদের বিপক্ষে মিসবাহ-উল-হকরা জিততে পারে কিনা সেটাই দেখার বিষয়।

এমআর


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি