ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

আজ মিরাজের বিয়ে

প্রকাশিত : ১৩:৩০, ২১ মার্চ ২০১৯

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের আপাতত আন্তর্জাতিক সূচির বিরতি। এ সুযোগে দলের অবিবাহিত সতীর্থরা যখন সবাই বিয়ে নিয়ে ব্যস্ত তখন আর বাদ থাকবেন কেন মেহেদী হাসান মিরাজ।

আজ বৃহস্পতিবারই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন মিরাজ। এ যেন টাইগারদের বিয়ের হিড়িক পড়ে গেছে। কারণ গত সপ্তাহে ঘরোয়াভাবে বিয়েবন্ধনে আবদ্ধ হলেন সাব্বির রহমান। এরপরই শোনা যায়, মুস্তাফিজুর রহমানের বিয়ের খবর। আর এবার মেহেদী হাসান মিরাজের।

অবশ্য বিয়ের বিষয়ে আগেই ইঙ্গিত দিয়ে রেখেছিলেন মিরাজ। নিউজিল্যান্ড সফরে থাকার সময় জানিয়েছিলেন, সফর শেষে দেশে ফিরে আক্‌দটা সেরে রাখবেন। কনে রাবেয়া আখতার প্রীতির সঙ্গে প্রেমের সম্পর্ক প্রায় আধা যুগের। দুজনের বাড়িই খুলনায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, ঘরোয়া পরিবেশে আজ বৃহস্পতিবারই আক্দ হওয়ার কথা রয়েছে। তবে এই বিষয়ে মিরাজ নিজে কিছু নিশ্চিত করে বলতে চাননি।

নিউজিল্যান্ড সফরে থাকতে এই অলরাউন্ডার বলেছিলেন, ‘বিয়ের অনুষ্ঠান করব বিশ্বকাপের পর। তখন জানানো হবে সবাইকে।’

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি