ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

আজ রাতে মাঠে নামবে রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:০১, ১৫ আগস্ট ২০১৮

উয়েফা সুপার কাপ ফুটবলে রাতে মাঠে নামবে দুই স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ।

ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। আর এই ম্যাচ দিয়েই অভিষেক হতে পারে চেলসি থেকে রিয়ালে যোগ দেয়া গোলরক্ষক থিবা কোর্তোয়ার। গত মৌসুমে লা লিগায় দুদলের মুখোমুখির ম্যাচটি ড্র হয়েছিল ১-১ গোলে। এদিকে, দুর্দান্ত ফর্ম কাটাচ্ছে রিয়াল মাদ্রিদ। নিজেদের শেষ তিন ম্যাচে অপরাজিত রয়েছে দলটি। তবে, সুবিধা করতে পারেনি অ্যাটলেটিকো মাদ্রিদ। নিজেদের শেষ ম্যাচে ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মিলানের বিপক্ষে ১-০ গোলে হেরে যায় তারা। আর এই ম্যাচে রিয়ালের বিপক্ষে জয়ের জন্যই মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি