আজ রিয়ালের মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ
প্রকাশিত : ০৯:১৬, ১৮ এপ্রিল ২০১৭
চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে আজ স্পেনের রিয়ালের মুখোমুখি হবে জার্মানির বায়ার্ন মিউনিখ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত পৌনে ১টায়।
এ দু’দলের প্রথম লেগের ম্যাচে ২-১ গোলে জিতেছে রিয়াল। ফলে কোয়ার্টার ফাইনালের বাধা পার হতে রিয়ালের মাঠে কমপক্ষে ২ গোলের প্রয়োজন হবে বায়ার্ন মিউনিখের। এমন কঠিন সমীকরণ সামনে রেনখেই মাঠে নামবে জার্মান চ্যাম্পিয়নরা। এদিকে ইতিহাস রিয়ালের পক্ষে। ইতিহাস বলছে প্রথম লেগে জহওেয়র পর কখনোই পরের রাউন্ডে জেতে ব্যর্থ হয়নি রিয়াল মাদ্রিদ। ইনজুরির কারণে এ ম্যাচে সাইডলাইনেই থাকতে হবে গ্রেথ বেলকে।