আজ শুরু টরন্টো বাংলা বইমেলা
প্রকাশিত : ০৮:১৫, ৭ জুলাই ২০১৮ | আপডেট: ০৯:৪১, ৭ জুলাই ২০১৮
আজ শনিবার থেকে দু’দিনব্যাপী ১২তম টরন্টো বাংলা বইমেলা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপিস্থিত থাকবেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন। বিশেষ অতিথি থাকবেন কবি আসাদ চৌধুরী, ছড়াকার লুৎফর রহমান রিটন ও কথাসাহিত্যিক জাকির তালুকদার।
বাংলাদেশের সর্বাধিক সংখ্যক স্বনামখ্যাত প্রকাশনী এবারের বইমেলায় অংশ নেবে। এদের মধ্যে রয়েছে- অঙ্কুর, অনন্যা, সময়, কথাপ্রকাশ ও নালন্দা। এবারের বইমেলা অনুষ্ঠিত হবে শহরের বাঙালি এলাকা বলে খ্যাত ড্যানফোর্থের ৯ ডজ রোডের রয়েল লিজিয়ন হলে।
মেলায় বই প্রদর্শনী ছাড়াও থাকবে আলোচনা অনুষ্ঠান, সেমিনার, কবিতা আবৃত্তি, কবিতা উৎসব, শিশু-কিশোরদের জন্য বিশেষ ইভেন্ট, বিতর্ক অনুষ্ঠান, লেখক-প্রকাশকদের মুখোমুখি আড্ডা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ ছাড়াও কানাডা ও যুক্তরাষ্ট্রের লেখক, প্রকাশক ও পাঠকরা মেলায় অংশ নেবেন।
এ উপলক্ষে একটি বর্ণাঢ্য স্যুভেনির প্রকাশিত হয়েছে। আজ সকাল ১১টায় ড্যানফোর্থ অন্যমেলার সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে বইমেলার আনুষ্ঠানিকতা শুরু হবে।
- সংবাদ বিজ্ঞপ্তি
এসএ/
আরও পড়ুন