ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

এশিয়ান গেমস

আজ শুরু বাংলাদেশের অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ১৯ আগস্ট ২০১৮ | আপডেট: ০৮:৪৪, ১৯ আগস্ট ২০১৮

এশিয়ান গেমসের ১৮তম আসর। উদ্বোধন হলো ১৮ আগষ্ট। আর সালটাও হচ্ছে ২০১৮। ১৮, ১৮, ১৮ দারুণ একটি মিল রয়েছে এবারের এশিয়ান গেমসে।
এক লাখ নিরাপত্তা কর্মী ২ সেপ্টেম্বর পর্যন্ত এশিয়ান গেমসের নিরাপত্তা দেবে। ৪০টি খেলায় লড়াই হবে। বাংলাদেশ ১৪টি খেলায় অংশগ্রহণ করছে। বীচ ভলিবল, রোইং, শ্যুটিং, ফুটবল, হকি, কাবাডি, কুস্তি, সুইমিং, আরচ্যারি, বাস্কেটবল, গলফ, ভারোত্তোলন, ব্রীজ, অ্যাথলেটিকস।
বাংলাদেশের সম্ভাবনা শ্যুটিং, কাবাডি আরচারিতে। ব্রীজ খেলায় পদক এসেও যেতে পারে বলে মনে করছেন বিওএ’র কর্মকর্তারা। গেমসের উদ্বোধন হয়ে গেছে। এখন পুরোদমে শুরু হবে বড়দের লড়াই। বাংলাদেশের অভিযানও আজ শুরু হচ্ছে। আরচারি, শ্যুটিং, বীচ ভলিবল, কাবাডি, সুইমিং এবং কুস্তি লড়াইয়ে বাংলাদেশ নামছে আজ। অন্যান্য খেলাও পালাক্রমে শুরু হয়ে যাবে।

বাংলাদেশের ক্রীড়াবিদরা জানিয়ে গেছেন, তাদের সেরা পারফরম্যান্সটা তুলে ধরার চেষ্টা করবেন। কমনওয়েলথ গেমসের চেয়েও এশিয়ান গেমস অনেক বেশি শক্তিশালী। সোনার পদক জয় করা কঠিন। বাংলার ক্রীড়াবিদরা বলেননি তারা সোনার পদক জয় করবেন। কিংবা অন্য কোনো পদক জয় করবেন। তবে পদক জয়ের চেষ্টা করবেন তারা।

এশিয়ান গেমসের মার্চপাষ্টে বাংলাদেশের পতাকা বহন করেছেন ২০১০ এসএ গেমসের ভারোত্তোলনে স্বর্ণ জয়ী তারকা ক্রীড়াবিদ মাবিয়া আক্তার সীমান্ত।   
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি