ঢাকা, শনিবার   ১৮ জানুয়ারি ২০২৫

আজ শুরু বিসিএলের শেষ রাউন্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৮, ২৫ ডিসেম্বর ২০১৮

আজ শুরু হচ্ছে বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) সপ্তম আসরের ষষ্ঠ ও শেষ রাউন্ড। এই রাউন্ডেই হবে লিগের শিরোপার ফয়সালা। ফ্র্যাঞ্চাইজ ভিত্তিক লিগের চারটি দলের সামনেই সুযোগ আছে চ্যাম্পিয়ন হওয়ার। তবে ট্রফি জয়ের দৌড়ে এগিয়ে আছে ওয়ালটন মধ্যাঞ্চল ও প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চল।
পাঁচ রাউন্ড শেষে ২১.৮৭ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে মধ্যাঞ্চল। ২০.৬৩ পয়েন্ট নিয়ে তারপরের স্থানেই আছে দক্ষিণাঞ্চল। তৃতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের ঝুলিতে আছে ১৭.৮৯ পয়েন্ট। তলানীতে থাকা বিসিবি উত্তরাঞ্চলের সংগ্রহ ১৭.৬৮ পয়েন্ট।
আজ শুরু হতে চলা ষষ্ঠ রাউন্ডে দুই ম্যাচের জয়, পরাজয় বা ড্র বড় ভূমিকা রাখবে শিরোপার নিষ্পত্তিতে। ম্যাচ জিতলেই মিলছে আট পয়েন্ট। তাই সবারই সুযোগ রয়েছে ভালোভাবেই। যদিও এখন অব্দি লিগে মাত্র দুটি ম্যাচে রেজাল্ট হয়েছে।
আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে পূর্বাঞ্চল খেলবে মধ্যাঞ্চলের বিরুদ্ধে। আর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দক্ষিণাঞ্চলের প্রতিপক্ষ উত্তরাঞ্চল। এই ম্যাচটি দেখতে আজ চট্টগ্রামে যাচ্ছেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু। ম্যাচ দুটিই সকাল সাড়ে ৯টায় শুরু হয়।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি