বঙ্গবন্ধুর জন্মদিন
আজ শুরু শিশু একাডেমির বইমেলা
প্রকাশিত : ০৮:৩৯, ২১ মার্চ ২০১৯ | আপডেট: ১৩:০২, ২১ মার্চ ২০১৯
ফাইল ছবি
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে ছয় দিনব্যাপী বই মেলা। রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে বিকেল ৫টায় এ মেলার উদ্বোধন করবেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান।
‘বঙ্গবন্ধুর জন্মদিন, শিশুর জীবন করো রঙিন’- এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ বইমেলার আয়োজন করেছে বাংলাদেশ শিশু একাডেমি। বইমেলা ২৬ মার্চ পর্যন্ত প্রতিদিন বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা এবং ছুটির দিন সকাল ১১টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব কামরুন নাহার। স্বাগত বক্তব্য দেবেন বাংলাদেশ জ্ঞান ও সৃজনশীল প্রকাশক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি মিলন কান্তি নাথ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন শিশু একাডেমির চেয়ারম্যান কথাসাহিত্যিক সেলিনা হোসেন।
মেলামঞ্চে প্রতিদিন থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, লেখক-পাঠক কথোপকথন, সিসিমপুরের বিশেষ শো এবং আমন্ত্রিত ছড়াকারদের ছড়াপাঠ।
এসএ/