আজ শেখ লুৎফর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী
প্রকাশিত : ১১:৪০, ৩০ মার্চ ২০২০
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাবা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাদা শেখ লুৎফর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী আজ সোমবার।
এ উপলক্ষে পারিবারিকভাবে ঢাকা ও টুঙ্গিপাড়ায় কোরআনখানি, মিলাদ ও দোয়া মাহফিল এবং বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়েছে।
শেখ লুৎফর রহমান ছিলেন গোপালগঞ্জ দায়রা আদালতের সেরেস্তাদার। তার চার মেয়ে ও দুই ছেলের মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন তৃতীয় সন্তান। বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনে এ মহান ব্যক্তির অসামান্য অবদান রয়েছে।
বরাবরই ছেলে শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক ও কর্মজীবনে উৎসাহ জুগিয়েছেন তিনি। তার অনুপ্রেরণাতেই শেখ মুজিব তার জীবনের বহু সংকটময় পরিস্থিতি কাটিয়ে উঠতে পেরেছিলেন।
এরই ধারাবাহিকতায় মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়ে নিজেকে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতা ও জাতির জনকে পরিণত করেন। বঙ্গবন্ধু নিজেও তার ‘অসমাপ্ত আত্মজীবনী’ গ্রন্থে বাবার এ অবদানের কথা স্বীকার করে গেছেন।
এমবি//