ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আজ শেষ হচ্ছে গণটিকার দ্বিতীয় ডোজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ৯ সেপ্টেম্বর ২০২১

গণটিকাদান কর্মসূচির আওতায় দ্বিতীয় ডোজের টিকাদান শেষ হচ্ছে আজ। প্রথম ডোজের ক্ষেত্রে ছয় দিনে যতসংখ্যক মানুষকে টিকা দেওয়া হয়েছিল, তাদের সবাইকে তিন দিনের মধ্যে টিকা দেওয়ার নির্দেশনা রয়েছে। সে হিসেবে আজই শেষ হচ্ছে গণটিকার দ্বিতীয় ডোজ।

এদিকে, করোনাভাইরাসের গণটিকাদান কার্যক্রমের দ্বিতীয় ডোজের দ্বিতীয় দিনেও কেন্দ্রে কেন্দ্রে মানুষের ব্যাপক ভিড় দেখা গেছে। দ্বিতীয় ডোজ টিকাদান কার্যক্রমে প্রতিটি কেন্দ্রে প্রথম ডোজের চেয়ে বেশি ভিড় হয়েছে। 

গণটিকার দ্বিতীয় দিনে বুধবার সারাদেশের টিকাদান কেন্দ্রগুলোতে ছিল উপচে পড়া ভিড়। গণটিকা কার্যক্রমের আওতায় টিকা গ্রহণকারীদের মোবাইল ফোনে কোনো বার্তা পাঠানো হয়নি। পাড়া-মহল্লায় গভীর রাত পর্যন্ত টিকা গ্রহণের আহ্বান জানিয়ে মাইকিং করা হয়। সকাল ৮টা থেকে শুরু হয় টিকাদান কার্যক্রম। কিন্তু এর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় টিকাদান কেন্দ্র।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শরীফ আহমেদ জানান, আগের দিন যারা টিকা নিতে পারেননি, তাদেরও টিকা দেওয়া হয়েছে। বাদ পড়া ব্যক্তিরা আজ এলেও টিকা পাবেন।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, বুধবার দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন ৮ লাখ ২৫ হাজার ৫১৪ জন।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি