ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

আজ সূর্যদয়ের পর থেকে শুরু হয় আংশিক সূর্য গ্রহন

প্রকাশিত : ০৯:১৩, ৯ মার্চ ২০১৬ | আপডেট: ০৯:১৫, ৯ মার্চ ২০১৬

রাজধানী ঢাকার স্থানীয় সময় ভোর ৬টা ১২ মিনিটে সূর্যদয়ের পর থেকে শুরু হয় আংশিক সূর্য গ্রহন। সকাল ৬টা ৩৮মিনিট ৪৯ সেকেন্ডে সূর্যগ্রহণের সর্বোচ্চ পর্যায় ও ৭টা ২১ মিনিট ৭ সেকেন্ডে গিয়ে শেষ হয় সূর্য গ্রহন। বাংলাদেশ ছাড়াও আংশিক সূর্যগ্রহণ দেখা গেছে চীন, জাপান, কোরিয়া, অস্ট্রেলিয়ার কিছু অংশ ও হাওয়াই, আলাস্কা থেকে। আর ইন্দোশিয়ার কিছু দ্বীপ থেকে দেখা গেছে পূর্ণ সূর্যগ্রহণ । সূর্যকে কেন্দ্র করে পৃথিবী তার নিজ কক্ষপথে ঘুরছে, একইসাথে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে। কিন্তু অমাবস্যার সময়, পৃথিবী ও সূর্যের মাঝখানে চাঁদ একই সরল রেখায় আসলে সূর্য চাঁদের আড়ালে চলে যায় এবং চাঁদের ছায়া তখন পৃথিবীর বুকে ভ্রমণ করে। সেই ছায়ার কারনে মনে হয় সূর্য ধীরে ধীরে ঢেকে যাচ্ছে। ছায়ার কেন্দ্রে যেসব অঞ্চল পড়ে, সেখান চাদের আলো সূর্যকে পুরোপুরি গ্রাস করে নেয়। আর কেন্দ্রের বাইরে দেখা যায় আংশিক সূর্যগ্রহণ। সূর্যগ্রহণকে কেন্দ্র করে, বিজ্ঞান সংগঠন গুলোর ছিল প্রস্তুতি। রাজধানীতে ভোরে সূর্যদয়ের সঙ্গে সঙ্গেই শুরু হয় আংশিক সূর্যগ্রহণ। জ্যোতির্বিজ্ঞান বিভাগের সভাপতি শাহজাহান মৃধা জানান, সূর্যগ্রহণ খালি চোখে দেখা অত্যন্ত ক্ষতিকর। ভোরের এই সূর্য গ্রহন দেখতে উপস্থিত ছিলেন অনেকেই। বাংলাদেশ থেকে পরবর্তী আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে ২০১৯ সালের ২৬ ডিসেম্বর। আর ২১১৪ সালের ৩রা জুনের আগে বাংলাদেশ থেকে আর কোন পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে না।
Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি