আজ হারলেই বিশ্বকাপ থেকে পাকিস্তানের বিদায়!
প্রকাশিত : ১৬:০৫, ২৬ জুন ২০১৯ | আপডেট: ১৬:০৯, ২৬ জুন ২০১৯
আজ বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে আজ বুধবার লড়বে পাকিস্তান। বার্মিহামের এজবাস্টনে ম্যাচটি বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় শুরু হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে বিলম্ব হচ্ছে।
হারলেই বিশ্বকাপ থেকে বিদায়-এমন সমীকরণের সামনে দাঁড়িয়ে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে পাকিস্তান। এ মুহূর্তে আউটফিল্ড ভেজা রয়েছে। মাঠ উপযোগী হলেই খেলা গড়াবে। ম্যাচ পরিত্যক্ত হওয়ার সম্ভাবনা নেই।
এখন পর্যন্ত ৬ ম্যাচে ৫ জয় ও ১ পরিত্যক্তে ১১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ড। এ ম্যাচে জয় পেলেই সেমিফাইনালের ছাড়পত্র পাবেন কিউইরা। জয় নিয়ে শেষ চার নিশ্চিত করতে চায় তারা।
সেখানে সমান ম্যাচে মাত্র ২ জয়, ৩ পরাজয় ও ১ পরিত্যক্তে টেবিলের সাতে পাকিস্তান। অবশ্য নিজেদের সবশেষ ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে আনপ্রেডিক্টেবল দলটি।
ফলে হারের বৃত্তে থাকা সরফরাজরা কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছেন। তা পুঁজি করে ব্ল্যাক ক্যাপসদের হারিয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে মরিয়া তারা।
পাকিস্তান একাদশ (সম্ভাব্য): ইমাম-উল-হক, ফখর জামান, বাবর আজম, হারিস সোহেল, সরফরাজ আহমেদ (অধিনায়ক), মোহাম্মদ হাফিজ, ইমাদ ওয়াসিম, শাদাব খান, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও শাহীন শাহ আফ্রিদি।
নিউজিল্যান্ড একাদশ (সম্ভাব্য)- কেন উইলিয়ামসন (অধিনায়ক), কলিন মুনরো, রস টেইলর, টম লাথাম (উইকেটরক্ষক), কলিন ডি গ্র্যান্ডহোম, জিমি নিশাম, মিচেল স্যান্টনার, ম্যাট হেনরি/ টিম সাউদি, লকি ফার্গুসন ও ট্রেন্ট বোল্ট।