আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ফেরত দিল মিয়ানমার
প্রকাশিত : ১৫:৩৬, ৬ মার্চ ২০২৫

সেন্টমার্টিন দ্বীপের কাছে বঙ্গোপসাগরে মাছ ধরার সময় ছয়টি ট্রলারসহ আটক হওয়া ৫৬ বাংলাদেশি জেলেকে ফেরত দিয়েছে মিয়ানমার নৌবাহিনী।
বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ৯টার দিকে কক্সবাজারের টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে জেলেরা ফেরত আসেন।
জানা গেছে,গত বুধবার (৫ মার্চ) দুপুরের দিকে সেন্টমার্টিন দক্ষিণ দিকে বঙ্গোপসাগরে ৬টি ট্রলারে ৫৬ জেলে বাংলাদেশ জলসীমা মাছ ধরছিল। এসময় জেলেরা ভুলবশত বঙ্গোপসাগরে মিয়ানমারের জলসীমানার দিকে চলে যান। পরে মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা তাদের আটক করেন। আটকের ১৫ ঘণ্টা পরে জেলেদের ছেড়ে দিলে সকালে তারা টেকনাফ শাহপরীর দ্বীপ জেটিঘাটে এসে পৌঁছে। তবে ট্রলারে থাকা মাছ গুলো মিয়ানমার নৌবাহিনীর সদস্যরা রেখে দিয়েছেন।
টেকনাফের সাবরাং ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল মান্নান জানান, বুধবার (৫ মার্চ) দুপুরে সেন্টমার্টিনের দক্ষিণে ১০-১৫ কিলোমিটার দূরে সাগর থেকে ট্রলারগুলো নিয়ে যাওয়া হয়। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না বলে জানান ।
বৃহস্পতিবার সকালে জেলেদের ফেরত পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন।
ভুক্তভোগী ট্রলার মালিকদের বরাত দিয়ে ইউএনও জানান, মাছ ধরার সময় সাগরে বাংলাদেশের জলসীমা অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় ঢুকে পড়ে ছয়টি ট্রলার। এরপর মিয়ানমার নৌবাহিনী তাদের আটক করে নিয়ে যায়।
আটক হওয়া ছয়টি ট্রলারের মালিকরা হলেন— টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ এলাকার মো. বশির আহমদ, মো. আমিন, নুরুল আমিন, আব্দুর রহিম ও মো. শফিক। এর মধ্যে মো. শফিকের মালিকানাধীন দুটি ট্রলার রয়েছে।
এমবি//
আরও পড়ুন