ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

আটলান্টিকে নৌকাডুবি, ৮৯ অভিবাসীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০৭, ৫ জুলাই ২০২৪

ইউরোপ যাওয়ার পথে মৌরিতানিয়া উপকূলে নৌকা ডুবে ৮৯ জন অভিবাসনপ্রত্যাশীর মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন অনেকে। 

গত ১ জুলাই মৌরিতানিয়ার এনডিয়াগো শহর থেকে প্রায় চার কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে একটি মাছ ধরার বড় নৌকা ডুবে যায়। পরে মৌরিতানিয়ার কোস্টগার্ড অভিযান চালিয়ে ৮৯ জনের মরদেহ উদ্ধার করে। এ সময় জীবিত উদ্ধার করা হয়েছেন পাঁচ বছরের এক মেয়েসহ ৯ জনকে।

স্থানীয় কর্মকর্তারা জানান, সেনেগাল ও গাম্বিয়া সীমান্ত থেকে ১৭০ যাত্রী নিয়ে নৌকাটি যাত্রা করেছিল। সেই হিসেবে এখনও নিখোঁজ রয়েছে ৭২ জন।

স্পেন সরকার জানিয়েছে, গত বছর ক্যানারি দ্বীপপুঞ্জে ৩৯ হাজার ৯১০ অভিবাসী নেমেছে, যা এক বছরের মধ্যে দ্বিগুনেরও বেশি।

স্পেনের দাতব্য সংস্থা ক্যামিনান্দো ফ্রনটেরাস বলছে, চলতি বছরের প্রথম পাঁচ মাসে সমুদ্রপথে স্পেনে যেতে পাঁচ হাজারের বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। ২০০৭ সালের পর এটিই সর্বোচ্চ অভিবাসন প্রত্যাশীর মৃত্যু।

এসবি/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি