ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আত্মবিশ্বাস নিয়ে ভারত গেল বাংলদেশ দল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫২, ১৫ সেপ্টেম্বর ২০২৪

Ekushey Television Ltd.

জয়ের পরিকল্পনা নিয়েই ভারত গেল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। দল হিসেবে খেলাই গুরুত্বপূর্ণ বললেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

রোববার দুপুর ১টার দিকে শাহজালাল বিমান বন্দর ত্যাগ করেন জাতীয় দলের টেস্ট দলে থাকা ১৫ ক্রিকেটার। 

ইংল্যান্ড থেকে সরাসরি যোগ দেবেন সাকিব আল হাসান। 

পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জিতে বেশ আত্মবিশ্বাসী টাইগাররা। দেশে ফিরেও বিশ্রাম নেয়নি মুশফিক মিরাজরা। করেছিলেন কঠোর অনুশীলনও। 

দেশ ছাড়ার আগে শান্ত বলেছেন, ভারতের বিপক্ষে খেলা চ্যালেঞ্জিং হলেও পিছু হটবে না বাংলাদেশ। প্রতিটি ম্যাচেরই জয়ের জন্য খেলবে টাইগাররা। 

চেন্নাইয়ে প্রথম টেস্ট মাঠে গড়াবে ১৯ সেপ্টেম্বর। এরপর দ্বিতীয় ম্যাচটি মাঠে গড়াবে ২৬ সেপ্টেম্বরে কানপুরে। দুটি টেস্ট ম্যাচই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ। টেস্ট শেষে মাঠে গড়াবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

টেস্ট সিরিজে বাংলাদেশ স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, মুমিনুল হক, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, নাহিদ রানা, জাকের আলি অনিক, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ ও সৈয়দ খালেদ আহমেদ।

এএইচ


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি